সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


পশ্চিমবাংলায় উদ্বেগ বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস


প্রকাশিত:
৮ জুলাই ২০২১ ২০:৩২

আপডেট:
৮ জুলাই ২০২১ ২০:৩৪

 

প্রভাত ফেরী: করোনার থাবায় এমনিতেই ভুগছে গোটা বাংলা (পশ্চিমবাংলা)। তার উপর আবার উদ্বেগ বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। রাজ্যে আরও দু'জনের শরীরে কালো ছত্রাকের হদিশ মিলল। জানা যাচ্ছে, ব্ল্যাক ফাঙ্গাসে আরও ২ জন আক্রান্তের মধ্যে একজন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যজনের হদিশ মিলেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এ নিয়ে রাজ্যে মোট ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৭।
এই প্রসঙ্গে রাজ্যের ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস অজয় চক্রবর্তী জানান, 'মিউকরমাইকোসিসে মৃত্যুর সংখ্যা ১৮'। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত এক রোগী বুধবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে সুস্থ হয়েছেন মোট ৩৫ জন।
এদিকে, রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ সামান্য বাড়ল। বুধবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। একদিনে মৃত্যু হয়েছে ১৬ জনের। তবে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৫৮৬ জন। চিন্তা বাড়াচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা। গত ২৪ ঘণ্টায় ওই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১০২ জন। জেলায় জারি করেছে কড়া বিধিনিষেধ।গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫ জন। যা একদিন আগেও ছিল ৫৯।
করোনার (Covid 19) দ্বিতীয় ঢেউ সামলে সুস্থতার পথে হাঁটছে পশ্চিমবঙ্গ। কিন্তু, চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। রাজ্যের জেলাগুলির মধ্যে আচমকাই সংক্রমণের হার বেড়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। যার জেরে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের এই জেলা। এই পরিস্থিতিতে সংক্রমণ মোকাবিলায় পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে তৈরি করা হয়েছে। ওই এলাকাগুলিতে আগামী ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ বহাল থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top