সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসতে থাকছে আরো কঠোর নিয়ম


প্রকাশিত:
২০ জুলাই ২০২১ ২২:৩৯

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৫:৩৭

 

প্রভাত ফেরী: রাজ্যের করোনা পরিস্থিতি খানিকটা হলেও নিয়ন্ত্রণে। করোনার দানবীয় হানা থেকে ইতিমধ্যেই ছাড় পেয়েছে কলকাতার মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে রাজ্যে করোনাগ্রাফ নামিয়ে আনতে তৎপর প্রশাসন। একনজরে দেখা যাক, নবান্নের তরফে পশ্চিমবঙ্গে আগত বিমানযাত্রীদের জন্য কী কী নির্দেশ দেওয়া হয়েছে।
করোনা পরিস্থিতিতে অন্য রাজ্য থেকে বাংলায় আগত বিমানযাত্রীদের ক্ষেত্রে একাধিক বিধি আগেই জারি ছিল। এবার তা আরও কড়া হতে চলেছে। নবান্ন সূত্রে যে নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে , তাতে বলা হয়েছে, বিমানবন্দরে নামলেই পেশ করতে হবে আরটি পিসিআরএর কোভিড নেগেটিভ রিপোর্ট।
কঠোর হচ্ছে বিধি এদিকে, আরটি পিসিআর নেগেটিভ রিপোর্টটি অবশ্যই ৭২ ঘণ্টার আগের হতে হবে। নবান্ন সূত্রের খবর, রিপোর্টটি অবশ্যই ৭২ ঘণ্টার আগের না হলে তা গ্রাহ্য করা হবে না বিমানবন্দরে। ফলে ভিন রাজ্য থেকে বিমানযাত্রীদের বাংল আগমনের ক্ষেত্রে রীতিমতো


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top