সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলি; ২ ভারতীয় সেনা নিহত


প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২১ ২০:২৩

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৫:৪৮

প্রতিকী ছবি

 

 

প্রভাত ফেরী: বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলায় গোলাগুলির ঘটনা ঘটে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অভিযান চালানোর সময় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে এ গোলাগুলিতে আরও ২ ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন।
নিহতদের ১ জন সেনা কর্মকর্তা এবং অন্যজন সৈনিক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র তথ্য মতে, গত ৫দিন ধরে ওই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাবাহিনীর লড়াই চলছে।
বৃহস্পতিবার রাতেও দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে ভারতীয় ২ সেনা গুলিবিদ্ধ হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই ২ জনের মৃত্যু হয়।
গত সোমবার (১১ অক্টোবর) কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর ৫ সদস্য নিহত হয়েছিলেন।
উল্লেখ্য, গত কয়েকমাসে উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মির। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে বেশ কিছু সেনা ও পুলিশ সদস্য এবং সাধারণ মানুষের মৃত্যু হয়।
পরে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ৭০০ জনকে আটক করা হয়। তারা সকলেই কোনো না কোনোভাবে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে যুক্ত দাবি করেছে ভারতীয় প্রশাসন। সব মিলিয়ে উপত্যকায় এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 


বিষয়: কাশ্মীর


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top