সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


কড়া সতর্ক না হলে আগামী বছরের শুরুতেই ফের করোনার মারাত্মক রূপ!


প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২১ ০০:১৭

আপডেট:
৯ ডিসেম্বর ২০২১ ০০:৩০

 

প্রভাত ফেরী: কড়া বিধিনিষেধ না মানলে এবং সতর্ক না হলে আগামী বছরের গোড়াতেই ফের মারাত্মক রূপ ধারণ করতে পারে করোনা! এমনই আশঙ্কা প্রকাশ করেছে আইএমএ। তবে এই উদ্বেগের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাল, করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের বিরুদ্ধে শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে ভ্যাকসিনই।

ওমিক্রনের পক্ষে টিকার জোড়া ডোজের স্তর ভেদ করা কঠিন বলেই জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আজ বুধবার (৮ ডিসেম্বর) ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৮ হাজার ৪৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় বেশ অনেকটাই বেশি। ইতোমধ্যেই চিন্তা বাড়িয়েছে দেশে বাড়তে থাকা ওমিক্রন আক্রান্তের সংখ্যা।

এখনো পর্যন্ত ভারতে মোট ২৩ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, কোভিডের পুরনো স্ট্রেনের থেকে ‘ওমিক্রন’ বেশি ক্ষতিকর নয়। তাছাড়া ভ্যাকসিনের জোড়া ডোজ নেয়া থাকলে, সেই শরীরে ‘ওমিক্রন’ থাবা বসাতে বাধা পায়। তাই টিকাকরণের মাধ্যমেই এই ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top