সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্টের প্রতি আবারো আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট


প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২২ ০২:৪৩

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৩:৩৮

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে বৈঠকে বসতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন।

ইউক্রেনের রাজধানীর কেন্দ্রস্থলে শনিবার এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, যিনি এই যুদ্ধ শুরু করেছেন তার পক্ষেই সম্ভব এটি শেষ করার।


জেলেনস্কি আরো বলেন, যদি উভয়ের এই সাক্ষাৎ রাশিয়া ও ইউক্রেনকে শান্তি স্থাপনের দিকে নিয়ে যায় তবে তিনি পুতিনের সাথে বসতে ভয় পান না।

প্রথম থেকেই রুশ প্রেসিডেন্টের সাথে সরাসরি বৈঠকে বসার জন্যে জেলেনস্কি আহ্বান জানিয়ে আসছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এটি এমন নয় যে আমি তার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছি। বিষয়টি হলো কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করা।

এদিকে জেলেনস্কি আবারো সতর্ক করে বলেছেন, মারিউপোলের অবরুদ্ধ ইষ্পাত কারখানার বাদবাকি সৈন্যদের রাশিয়া হত্যা করলে তারা আর আলোচনায় বসবেন না।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top