সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


ভারতের মহারাষ্ট্রে হিটস্ট্রোকে ২৫ জনের মৃত্যু


প্রকাশিত:
৬ মে ২০২২ ০০:৩৩

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৮:১১

 

ভারতের মহারাষ্ট্রে এ বছর হিটস্ট্রোকের কারণে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে, যা গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। আর এ তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। শেষবার ২০১৬ সালে মহারাষ্ট্রে হিটস্ট্রোকের কারণে ১৯ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে, গরম থেকে রেহাই পাওয়ার এখনও কোনো আশা দেখছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। উত্তর-পশ্চিম ভারতের কিছু রাজ্যে বর্ষণের কারণে কিছুটা হলেও রেহাই পেয়েছে। তবে রাজস্থানের অবস্থা এখনও কঠিন। এখনও সেখানে প্রবল দহন।

ভারতীয় গণমাধ্যমে এক প্রতিবেদনে জানিয়েছে, তাপপ্রবাহে পুড়ছে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলো। যার মধ্যে মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান অন্যতম। মার্চ মাস থেকে মহারাষ্ট্রের একাধিক জেলায় শুরু হয়েছে তাপপ্রবাহ। সেই তাপপ্রবাহের দাপট এখনও চলছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top