সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রেস সেক্রেটারি পাচ্ছে হোয়াইট হাউজ


প্রকাশিত:
৭ মে ২০২২ ০৪:৪৬

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৩:১৪

 



মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হিসেবে কারিন জ্যঁ-পিয়েরের নাম প্রকাশ করেছেন।

হাইতিয়ান বংশোদ্ভূত কারিন প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব পেতে যাচ্ছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মে) এ ঘোষণা দেন জো বাইডেন। খবর রয়টার্স।

প্রথম কৃষ্ণাঙ্গ ও সেই সঙ্গে একজন স্বীকৃত সমকামী হিসেবে হোয়াইট হাউজের প্রথম প্রেস সেক্রেটারি হচ্ছেন কারিন।

বর্তমানে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্বে নিযুক্ত আছেন জেন সাকি। ২০২১ সালের জানুয়ারিতে জো বাইডেন ক্ষমতাগ্রহণের পর সাকি জানান তিনি আর মাত্র ১ বছর প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করবেন। এত দিন ডেপুটি সেক্রেটারি হিসেবে কাজ করে আসছিলেন কারিন। আগামী ১৩ মে প্রেস সেক্রেটারি হিসেবে বিদায় নিবেন সাকি। এরপরেই তার স্থলাভিষিক্ত হবেন কারিন।

কারিন ২০০৮ ও ২০১২ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষে নির্বাচনী প্রচারে কাজ করেছিলেন। এরপর তিনি ২০২০ সালের নির্বাচনী প্রচারণাতেও অংশ নেন। বাইডেন, ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত। তখন তার অধীনে কারিন কাজ করেছেন।

বিদায়ী প্রেস সেক্রেটারি সাকি হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে কারিনের নিয়োগ নিয়ে এক টুইট বার্তায় শুভকামনা জানিয়েছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top