সিডনী বুধবার, ১৭ই এপ্রিল ২০২৪, ৩রা বৈশাখ ১৪৩১


ইউক্রেনে ফের দূতাবাস খুলছে ভারত


প্রকাশিত:
১৪ মে ২০২২ ১৯:২০

আপডেট:
১৭ এপ্রিল ২০২৪ ০০:০৯

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ৭৯তম দিনে ভারত শুক্রবার কিয়েভে তাদের দূতাবাস পুনরায় খোলার ঘোষণা দিয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চলতি মাসের ১৭ মে থেকে ইউক্রেনের কিয়েভে আবার দূতাবাস চালু করবে করবে।

ইউক্রেনের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৩ মার্চ কিয়েভে ভারতীয় দূতাবাস পোল্যান্ডে স্থানান্তর করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সময় জানিয়েছিল, দেশের পশ্চিমাঞ্চলে হামলাসহ ইউক্রেনের দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় দূতাবাস অস্থায়ীভাবে পোল্যান্ডে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে ইউক্রেন থেকে তাদের প্রায় ১৫ হাজার নাগরিককে সরিয়ে নিয়েছিল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top