সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


সিংহাসনে ব্রিটিশ রানীর ৭০ বছরঃ উদ্‌যাপন শুরু


প্রকাশিত:
১৭ মে ২০২২ ২১:২৪

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ১৯:১০

 

দ্বিতীয় এলিজাবেথ (এলিজাবেথ আলেকজান্ড্রা ম্যারি)। ১৯২৬ সালের ২১ এপ্রিল জন্ম। যুক্তরাজ্য এবং আরও ১৫টি কমনওয়েলথ রাজ্যের রানী। এলিজাবেথ লন্ডনের মেফেয়ারে ইয়র্কের ডিউক এবং ডাচেস (পরে রাজা জর্জ এবং রানী এলিজাবেথ)-এর প্রথম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন।

ব্রিটেনের হাজার বছরের ইতিহাসে রানী দ্বিতীয় এলিজাবেথ হলেন দ্বিতীয় ব্যক্তি। ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি মাত্র ২৫ বছর বয়সে ব্রিটেনের সিংহাসন লাভ করেছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। ৯৬ বছর বয়সে শারীরিক অসুস্থতা সত্ত্বেও প্লাটিনাম জুবিলি (৭০ বছর পূর্তি) উদ্‌যাপন অনুষ্ঠানে হাসিমুখে অংশ নিয়েছেন ব্রিটিশ রানী এলিজাবেথ দ্বিতীয়। গত রবিবার উইন্ডসর ক্যাসলের কাছে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শিরোনাম দেওয়া হয় ‘আ গ্যালপ থ্রো হিস্টোরি’। অনুষ্ঠানে ৯৬ বছর বয়সী ব্রিটিশ রানীকে লাঠিভর দিয়ে হাঁটতে দেখা গেছে।

রানী এলিজাবেথের প্লাটিনাম জুবিলি উপলক্ষে চার দিনব্যাপী উদ্‌যাপনের পরিকল্পনা করা হয়েছে জুনের প্রথম দিকে। অনুষ্ঠানের মধ্যে সামরিক কুচকাওয়াজের পাশাপাশি পিকনিক, একটি কনসার্টসহ রয়েছে নানা আয়োজন। যদিও গত সপ্তাহে অসুস্থতার কারণে ব্রিটিশ পার্লামেন্টের শুরুর অধিবেশনে অংশ নিতে পারেননি তিনি। ১৯৬৩ সালের পর এই প্রথম তিনি পার্লামেন্টের প্রথম অধিবেশনে অনুপস্থিত ছিলেন।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top