সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


জি৭ সম্মেলন ভাষণ দেবেন জেলেনস্কি


প্রকাশিত:
২৮ জুন ২০২২ ১৯:২৫

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ২০:৫৫

 

জার্মানির ব্যাভারিয়ায় জি৭ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন বিশ্বের উন্নত সাতটি দেশের নেতারা। আল্পস পার্বত্যাঞ্চলে ব্যাভারিয়ার এলমাউ ক্যাসেলে একত্র হয়েছেন তারা।

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের আয়োজনে এ অনুষ্ঠানে ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসি জানিয়েছে, জি৭ জোটের তিনদিনের সম্মেলনে আজ সোমবার অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন জেলেনস্কি।

সম্মেলনের দ্বিতীয় দিনে ইউক্রেন যুদ্ধ ইস্যু প্রাধান্য পাওয়ার কথা। ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার পাশাপাশি কিয়েভকে উন্নত প্রযুক্তির অস্ত্র সহায়তা দিতে জি-৭ নেতাদের চাপ দিতে পারেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও ভার্চুয়ালি যুক্ত হবেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক খাদ্য সংকটের বিষয়টি তুলে ধরবেন তিনি।

এদিকে ইউক্রেনের বন্দর থেকে শস্য রপ্তানিতে রাশিয়া বাধা দিচ্ছে বলে অভিযোগ করে আসছে কিয়েভ।

প্রসঙ্গত, জি-৭ অন্তর্ভুক্ত দেশ যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র। গতকাল রবিবার জার্মানির দক্ষিণাঞ্চলে শুরু হয়েছে জি-৭ সম্মেলন এবং এটি শেষ হবে মঙ্গলবার।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top