সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


চীনে করোনা ভাইরাসে মৃত ৩০০, আক্রান্ত ১২ হাজারেরও বেশি


প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২০ ১৯:০৮

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০৯:৪৯

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০ এর কাছাকাছি। রবিবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ১২ হাজারেরও বেশি মানুষ। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

নতুন নিউমোনিয়া সদৃশ করোনা ভাইরাসে চীনে এক দিনেই আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়েছে দুই হাজারের বেশি। আক্রান্তের সংখ্যা বিবেচনায় প্রাণঘাতী এ ভাইরাস বৃহস্পতিবারই সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি সিনড্রোমে (সার্স) আক্রান্তের সংখ্যাকে অতিক্রম করেছিল। ২০০২-০৩ সালে দুই ডজনেরও বেশি দেশে ছড়িয়ে পড়া সার্স মহামারীতে আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ১০০-র কাছাকাছি।

শুক্রবার এক দিনের ব্যবধানেই চীন নতুন করে আরও ২ হাজার ১০২ জনের নিউমোনিয়া সদৃশ করোনাভাইরাসটিতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে। সবমিলে চীনেই প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১১ হাজার ৭৯১ জনে, শনিবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

চীনের যে প্রদেশ থেকে এ ভাইরাস ছড়ানো শুরু হয়েছে, সেই হুবেইয়ের বেশিরভাগ এলাকা কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে। বেশিরভাগ সড়ক আটকে দেওয়া হয়েছে, বন্ধ রয়েছে গণপরিবহন। শুক্রবার মারা যাওয়াদের মধ্যে ৪৫ জনই হুবেই প্রদেশের বলে চীনের স্বাস্থ্য কমিশন জানিয়েছে। অন্য মৃত্যুর ঘটনাটি ঘটেছে দক্ষিণপশ্চিমের শহর চংকিংয়ে। এখন পর্যন্ত নিহত ২৫৯ জনের ১৯২ জনই উহানের।

চীনের বাইরে কয়েক ডজন দেশে ভাইরাসটিতে আক্রান্ত ব্যক্তির সন্ধান মিললেও এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ভাইরাসটি আরও ছড়াতে পারে শঙ্কায় সম্প্রতি চীন ভ্রমণ করা বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন প্রশাসন। দেশটির তিনটি প্রধান এয়ারলাইন্সও চীনের মূল ভূখণ্ডে তাদের ফ্লাইট বন্ধ রেখেছে। সংক্রমণ ঠেকাতে আরও অনেক দেশই চীনের সঙ্গে বিমান যোগাযোগ সীমিত করেছে।

বিমানবন্দরগুলোয় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আক্রান্ত অঞ্চল থেকে নিজেদের নাগরিকদের ফেরাতে ব্যবস্থা নিয়েছে বেশ কয়েকটি দেশও। করোনাভাইরাসের কারণে ফেব্রুয়ারির শেষে কুনমিংয়ে হতে যাওয়া জীববৈচিত্র্য সংক্রান্ত চুক্তি নিয়ে একটি বৈঠক ইতালির রোমে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘ।

উহানে করোনাভাইরাস জয় করে সুস্থ জীবনে ২০ জন এদিকে করোনাভাইরাস নিয়ে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া আতঙ্কের মধ্যে যেন আশার প্রদীপ জ্বালালো চীন। এ ভাইরাসে আক্রান্ত ২০ রোগীর সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ার ভিডিও ছেড়েছে তারা। করোনাভাইরাস ছড়িয়েছে যে উহান থেকে, সেই মহাবিপদগ্রস্ত শহরেরই একটি হাসপাতালের এই ভিডিও যেন আতঙ্কিত বিশ্ববাসীর প্রাণসঞ্চার ঘটিয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোয় প্রচারিত ১১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, করোনা ভাইরাস মহামারীর কেন্দ্রস্থল হুবেই প্রদেশের শহর উহানের জিনযিনতান হাসপাতালের সামনে ২০ রোগী দারুণ উচ্ছ¡াস প্রকাশ করছেন এবং ‘ভি’ চিহ্ন দেখাচ্ছেন। এরা প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

করোনা ভাইরাস ছড়ানোর পর সবচেয়ে বেশি রোগী যেসব হাসপাতালে ভর্তি হয়েছে, সেগুলোর মধ্যে একটি জিনযিনতান হাসপাতাল। হুবেই রেডিও ও টিভি স্টেশনে প্রচারিত খবরে বলা হয়, সুস্থতা লাভের পর বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য পরীক্ষা শেষে শুক্রবার বিকাল ৫টার দিকে ওই রোগীদের হাসপাতালের ছাড়পত্র দেওয়া হয়। লং শ্যাং ঝিং অনুষ্ঠানে প্রচারিত ভিডিওতে মাস্ক-পরিহিতি ওই নারী-পুরুষ রোগীদের উচ্ছ¡সিত ভঙ্গিতে হাসপাতাল ভবন ছাড়তে দেখা যায়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এবারই প্রথম এক দিনে এত বিপুলসংখ্যক রোগী করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ জীবনে ফিরলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top