সিডনী বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১


করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১,১১৩, ইরানে একজনের মৃত্যু


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৩৭

আপডেট:
১৩ ফেব্রুয়ারি ২০২০ ১২:২৪

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: করোনা ভাইরাস চীনে এক দিনেই কেড়ে নিয়েছে শত মানুষের প্রাণ। সব মিলিয়ে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। আজ ৯৭ জন মারা যাওয়ার পরে মৃতের সংখ্যা বুধবার বেড়ে দাঁড়িয়েছে ১,১১৩ জন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ কথা জানায়। তবে এ ভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা কমে এসেছে। কিছু এলাকায় চলাফেরায় কড়াকড়ি শিথিল করায় আতঙ্ক নিয়েই বিভিন্ন দফতর ও কারখানায় কাজে ফিরতে শুরু করেছে মানুষ। 

একদিনে মৃতের সংখ্যার হিসেবে বুধবারের নিহতের সংখ্যা কমেছে, মঙ্গলবার এই সংখ্যা ছিল ১০৮ জন। চীনে দেশজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৪,৬০০ জন ছাড়িয়েছে। বুধবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ২,০০০ জন সনাক্ত করা হয়েছে।এরমধ্যে ১,৬৩৮ জন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হুবেই প্রদেশে।এই প্রদেশ থেকেই গত ডিসেম্বরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এক দিনেই এ ভাইরাসে মারা গেছেন ১০৮ জন, তাদের মধ্যে ১০৩ জনের মৃত্যু হয়েছে হুবেই প্রদেশে। গত বছরের শেষ দিন এই হুবেই প্রদেশের উহান শহরে প্রথম এই ভাইরাস সংক্রমণের বিষয়টি ধরা পড়ার পর থেকে এক দিনে এত বেশি মৃত্যুর খবর আর আসেনি।

সব মিলিয়ে চীনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১১৩ জনে। আর চীনের মূল ভূখণ্ডের বাইরে এ পর্যন্ত ফিলিপিন্স ও হংকংয়ে দুই চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। চীনের মূল ভূখণ্ডে এ পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন জাপানি ও একজন মার্কিন নাগরিক রয়েছেন, বাকিরা সবাই চীনা নাগরিক। সোমবার নতুন ২৪৭৮ জনের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় চীনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৬৩৮ জনে।

করোনায় ইরানে একজনের মৃত্যু: করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ইরানে এক নারীর প্রাণহানি ঘটেছে বলে বুধবার ইরানের রাষ্ট্রীয় দৈনিক ইরান এক প্রতিবেদনে জানিয়েছে। তবে ওই নারীর প্রাণহানির খবরে কোনও সূত্রের উল্লেখ করেনি ইরানি এই দৈনিক। দৈনিক ইরান বলছে, সোমবার তেহরানের একটি হাসপাতালে ৬৩ বছর বয়সী এক নারী মারা গেছেন। তার মৃত্যুর কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

তবে ওই নারীর প্রাণহানি নিয়ে দৈনিক ইরান যে প্রতিবেদন প্রকাশ করেছে; তা অস্বীকার করেছেন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপোর। তিনি বলেন, ইরানে করোনাভাইরাসে আক্রান্তের কোনও ঘটনা নেই। ইরানের স্বাস্থ্য কর্তৃপক্ষ বারবার বলছে, দেশে করোনাভাইরাসের কোনও ঘটনা নিশ্চিত হওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top