সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


করোন ভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০,৮৪৪ জন


প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারি ২০২০ ২৩:১৫

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ১৬:৪১

ফাইল ছবি

প্রভাত ফেরী : নতুন করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্র চীনের হুবেই প্রদেশে নতুন রোগীর সংখ্যা তিন দিন কমার পর ফের বাড়তে শুরু করেছে, সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৫ জনে। এ পরিস্থিতিতে ভাইরাসের বিস্তার কমাতে হুবেই প্রদেশে চলাফেরার ওপর নতুন করে কড়াকড়ি আরোপ করেছে চীন সরকার। হুবেই প্রদেশের উহান শহর থেকেই গত বছরের শেষে করোনা ভাইরাস ছড়াতে শুরু করে। দেড় মাস পেরিয়ে গেলেও এ ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, দেশটিতে রোববার আরও ২ হাজার ৪৮ জনের শরীরে নতুন করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, আগের দিন নতুন রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৯ জন। সব মিলিয়ে চীনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৫৪৮ জনে। আর অন্তত ২৬টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়ে গেছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের দাবি, নভেল করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১০ হাজার ৮৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। রোববার চীনে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে নতুন এ করোনা ভাইরাসে, এর মধ্যে হুবেই প্রদেশেই মারা গেছে ১০০ জন। তাতে চীনে নতুন করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ১ হাজার ৭৭০ জনে।

প্রতিবেশী তাইওয়ানে রোববার প্রথম এ ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। চীনের বাইরে এর আগে ফ্রান্স, হংকং, ফিলিপিন্স ও জাপানে চারজনের প্রাণ গেছে নভেল করোনাভাইরাসে। সব মিলিয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়াচ্ছে ১ হাজার ৭৭৫ জনে।

চীনের বাইরে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে পাঁচশ ছাড়িয়ে গেছে। তাদের বেশিরভাগই চীন থেকে সংক্রমণ নিয়ে অন্য দেশে গেছে। ভাইরাসের বিস্তার ঠেকাতে উহানসহ কয়েকটি শহর জানুয়ারি থেকেই কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে। রোববার হুবেই প্রদেশে যানবাহন চলাচলের ওপর নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। জরুরি সেবার গাড়ি ছাড়া অন্য কোনো ধরনের যানবাহন বের না করতে বলা হয়েছে বাসিন্দাদের। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলকারাখানা বন্ধ রাখতে বলা হয়েছে।

এদিকে করোনা ভাইরাসের কারণে জাপানের সাগরে আলাদাভাবে নোঙর করে থাকা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের মার্কিন যাত্রীদের দেশে ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। সোমবার সকালে দুটি বিশেষ উড়োজাহাজে তাদের নিয়ে টোকিওর হানেদা বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ওই প্রমোদতরীতে ৪০০ মার্কিন যাত্রী ছিল। তাদের মধ্যে যারা আক্রান্ত হয়েছে, তাদের জাপানে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি তিন শতাধিক যাত্রী দেশে ফিরছে।

৩ হাজার ৭০০ আরোহী নিয়ে ওই প্রমোদতরী ৩ ফেব্রুয়ারি থেকে ইয়োকোহামা বন্দরে নোঙর করে আছে পর্যবেক্ষণের জন্য। হংকং থেকে ওঠা এক চীনা যাত্রীর মাধ্যমে সেখানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ডায়মন্ড প্রিন্সেসের ৩৫৫ যাত্রীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে জাপান সরকার জানিয়েছে।

 

সূত্র: বিবিসি, রয়টার্স, ডেইলি মেইল



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top