সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


করোনা ভাইরাসে থামছে না প্রানহানী, মৃতের সংখ্যা বেড়ে ২৩৬০ জন


প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:৫১

আপডেট:
২৪ ফেব্রুয়ারি ২০২০ ০২:৫৫

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: করোনা ভাইরাসে থামছে না মৃত্যুর মিছিল। প্রতিদিনই শতাধিক মানুষ মরছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৬০ জনে। প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যুর মিছিল কেবল দীর্ঘায়িত হচ্ছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, শুক্রবার চীনে করোনাভাইরাসে মারা গেছেন আরও ১০৯ জন। এর মধ্যে ১০৬ জনই হুবেই প্রদেশের। হুবেই শহরে এ পর্যন্ত মারা গেছেন অন্তত ২ হাজার ২৫০ জন।

চীনে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩৯৭ জন। এতে চীনেই মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ২৮৮ জন। আর সারা বিশ্বে এ সংখ্যা ৭৭ হাজার ৭৬৭ জন।

করোনাভাইরাস আক্রান্ত হয়েছে কমপক্ষে ২৮টি দেশ। দেশগুলোর মধ্যে চীন, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, হংকং, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স ও তাইওয়ান অন্যতম। এগুলোর মধ্যে চীনের মূল ভূখণ্ডের বাইরে এ পর্যন্ত ইরানে চারজন, জাপানে তিনজন, হংকং-দক্ষিণ কোরিয়ায় দু’জন করে এবং তাইওয়ান, ফিলিপাইন, ফ্রান্স ও ইতালিতে একজন করে মারা গেছেন।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর থেকে বিশ্বের দেশে দেশে ছড়িয়ে পড়তে থাকে মরণঘাতী এ  ভাইরাস।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top