সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


চীনে কোয়ারেন্টাইন হোটেলে ধস, বহু হতাহতের শঙ্কা


প্রকাশিত:
৮ মার্চ ২০২০ ০৫:৩৫

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ২৩:১৪

ছবি: বিবিসি থেকে সংগৃহীত

প্রভাত ফেরী: চীনের কুয়ানজু শহরে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য কোয়ারেন্টাইনে রূপান্তর করা একটি হোটেল ভবন ধসে পড়েছে। ধারণা করা হচ্ছে, ধসের সময় ভবনটির ভেতর অন্তত ৭০ জন মানুষ ছিলেন। এ পর্যন্ত ৩২ জনকে উদ্ধার করা হয়েছে, বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ফুজিয়ান প্রদেশের কুয়ানঝৌ শহরে এ দুর্ঘটনা ঘটে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। তাতে দেখা যায়, চীনের উদ্ধারকারীরা পূর্বাঞ্চলীয় কোয়াংঝো শহরে ধসে পড়া একটি হোটেলের ভেতর থেকে অতিথিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, করোনাভাইরাসে আক্রান্তদের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিল এরকম লোকজনকে সেখানে কোয়ারেন্টিন করে রাখা হয়েছিল। ইতোমধ্যে ৩২ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।

আরো বহু মানুষ সেখানে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ফুজিয়ান প্রদেশের উদ্ধার-কর্মীরা ঐ হোটেলের ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশি চালাচ্ছেন। কিন্তু কী কারণে হোটেলটি ধসে পড়েছিল তা এখনও জানান যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, ২০১৮ সালের জুনে চালু হওয়া শিনজিয়া এক্সপ্রেস হোটেলটিকে করোনা সংক্রমণের পর বিশেষায়িত হাসপাতালে পরিণত করে স্থানীয় প্রশাসন। সেখানে করোনাভাইরাসে আক্রান্তদের কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হতো। শনিবার সন্ধ্যার দিকে হঠাৎ ভবনটি ধসে পড়ে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top