সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


উৎপত্তিস্থল চীনকে ছাড়াল ইতালি: সারাবিশ্বে মৃত বেড়ে ১০ হাজার


প্রকাশিত:
২০ মার্চ ২০২০ ১৮:১৭

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ০৭:৫১

ফাইল ছবি

প্রভাত ফেরী: বিশ্বব্যাপী বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে করোনাভাইরাস। চীনের পর এবার মৃত্যুপুরী বানাচ্ছে ইউরোপকে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের ওয়েবসাইট অনুযায়ী, এ পর্যন্ত ১৭৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৯টা পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ৫০ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৮৯ হাজার।

ওয়ার্ল্ড ওমিটারের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, চীনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৯২৮ জন। এদের মধ্যে নতুন আক্রান্তের সংখ্যা ৩৮ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ২৪৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭০ হাজার ৪২০ জন। চীনের পর সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে ইতালিতে। গত এক দিনেই সেখানে মারা গিয়েছে ৪৭৫ জন। এতে ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৯৭৮ জন। সে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৭১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ হাজার ২৫ জন।

ইরানে ১৮ হাজার ৪০৭ জন মানুষ আক্রান্ত হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬ জন। আর মারা গেছে ১ হাজার ২৮৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ৭১০ জন।

ওয়ার্ল্ড ওমিটারসের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সারাবিশ্বেনতুন করে আক্রান্ত হয়েছে ৫৭৯ জন। এর মধ্যে কমপক্ষে ২০৫ জন যুক্তরাষ্ট্রের, ১৫২ জন দক্ষিণ কোরিয়ার, ৭২ জন জাপানের, অস্ট্রেলিয়ার ৪০ জন, ভারতের দুজন, মেক্সিকোর ২৫ জন, আর্মেনিয়ার পাঁচজন, তাইওয়ানের আটজন, কলম্বিয়ার ৯ জন, বুলগেরিয়ার দুজন, জর্জিয়ার দুজন, কাজাখস্তানের একজন, নিউজিল্যান্ডে আটজন।

করোনা মহামারীতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের দেশ স্পেন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৯ জন মানুষ করোনা সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা এখন ৭৬৭। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। বিবিসির প্রতিবেদনে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দুই শতাধিক মানুষের মৃত্যু নয়, নতুন করে আরও প্রায় চার হাজার মানুষ দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭১৬ থাকলেও তা এখন ১৭ হাজার ১৪৭ জন।

এদিকে, করোনায় ভারতের পাঞ্জাব প্রদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা চার। আমাদের প্রতিবেশী দেশটিতে এখন বৈশি^ক মহামারী করোনায় আক্রান্তের সংখ্যা ১৯৭ জন।

পাকিস্তানে প্রাণঘাতী নতুন করোনাভাইরাসে এক দিনে শতাধিক মানুষ আক্রান্ত এবং প্রথমবারের মতো দুজনের প্রাণহানী ঘটেছে। বৃহস্পতিবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা তিনশ পেরিয়ে গেছে। দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী তৈমুর খান ঝাগরা বলেছেন, করোনায় মার্দানে একজন মারা গেছেন। টুইটারে এই খবর জানানোর দুই ঘণ্টা পর তিনি দ্বিতীয় টুইট করেন। এতে তিনি বলেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে করোনাভাইরাসে আরও একজনের প্রাণহানী ঘটেছে।

নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হওয়ায় লাতিন আমেরিকার দেশ চিলিতে ৯০ দিনের জন্য জাতীয় ‘দুর্যোগপূর্ণ’ অবস্থা ঘোষণা করেছেন সে দেশের প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। চিলির স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকে তা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে জনসাধারণের চলাফেরার স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপ এবং খাদ্য সরবরাহ ও মৌলিক সুবিধা নিশ্চিত করার অভাবনীয় ক্ষমতা পেল দেশটির সরকার।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top