সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১

বেগম রোকেয়া: আধুনিক, আলোকিত নারী : শাকিলা নাছরিন পাপিয়া


প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২০ ২১:৩৪

আপডেট:
৯ ডিসেম্বর ২০২০ ২৩:১৭

 

আজ বেগম রোকেয়ার জন্মদিন৷ যাঁদের চিন্তা চেতনা, সৃজনশীলতা আমায় অবাক করে, মুগ্ধ করে তিনি তাঁদের একজন৷
সময় এগিয়েছে অনেক৷ রোকেয়ার প্রগতিশীল চিন্তাকে অতিক্রম করে যেতে পারেনি কেউ৷ নারী পোশাকে যতটা স্বাধীন হয়েছে, মননে ততটাই পিছিয়েছে৷
যে সমাজে দাঁড়িয়ে তিনি ভাবতে পেরেছিলেন সুলতানার স্বপ্ন তা আমায় বিস্মিত করে ৷
  বস্তুগত আর ভোগবাদী জীবনে ব্যস্ত নারী মননশীল চর্চার প্রয়োজনই অনুভব করে না৷
নজরুলের ভাষায় --
স্বর্ণ রৌপ্য অলংকারের যক্ষ পুরীতে নারী
বন্দিনী তোমায করিল বল কোন সে অত্যাচারী?
নারী সনদ নির্ভর শিক্ষায় শিক্ষিত হচ্ছে৷ যুগের প্রয়োজনে কর্মক্ষেত্রে সর্বত্র তার বিচরণ রয়েছে৷ তথাপি কোথায় যেন সে রিক্ত, নিঃস্ব৷

রোকেয়া স্বপ্ন দেখেছিল নারীর মননের  মুক্তির৷ নারীর যে মুক্তির আলোয়, নারীর যে শক্তির  আলোয় বিশ্ব আলোকিত হয়, মানবতার বীজ রোপিত হয় আজ তা অনুপস্থিত৷ এজন্যই পালিত হয় দুর্নীতি মুক্ত দিবস৷
রোকেয়া দিবসে রোকেয়ার স্বপ্ন, তাঁর সৃষ্টি উপলব্ধি করার ক্ষমতা অর্জিত হোক এটাই প্রত্যাশা৷

"গোটা কতক পুস্তক পাঠ করিতে বা দু'ছত্র কবিতা লিখিতে পারা শিক্ষা নয়। আমি চাই সেই শিক্ষা যাহা তাহাদিগকে নাগরিক অধিকার লাভে সক্ষম করিবে। তাহাদিগকে আদর্শ ভগিনী, আদর্শ গৃহিনী এবং আদর্শ মাতা রূপে গঠিত করিবে।"
-বেগম রোকেয়া -

পোশাকে নয়, মুক্তি আসুক নারীর মননে, চেতনায়।
অন্ধকার এক সময়ে দাঁড়িয়ে স্রোতের বিপরীতে ভাবতে পেরেছিলেন মুক্তির কথা তিনি।

নারী মুক্তি অর্থ পুরুষের বিরোধীতা নয়। পুরুষকে মানুষ করা, পুরুষের কামনার আগুনকে প্রেমের আলোয় রুপান্তর করা।
নারী মুক্তি অর্থ মননের মুক্তি, চিন্তার যে দীনতা সেটা থেকে মুক্তি। নারী মুক্তি অর্থ নিজেকে মানুষ ভাবা এবং অন্যকে মানুষ তৈরি করা।

সভ্যতার শিখরে আমাদের অবস্থান। এভারেস্টের চূড়ায় আমাদের অবস্থান। কোথায় নেই নারী? তবুও কোথায় যেন শূন্যতা।  বেগম রোকেয়া বৈরী সময়ে দাঁড়িয়ে যতটা আধুনিক,  যতটা পরিনত ছিলেন ততটা কি কেউ পেরেছে? তাঁকে অতিক্রম করা সম্ভব হয়নি আজও।

নারী মানুষ হোক, মানুষ করুক সেই সব পুরুষকে যারা অহংকারী,  অপদার্থ, কামনার আগুনে জ্বলছে নিশিদিন।

 

শাকিলা নাছরিন পাপিয়া
শিক্ষক ও কলামিস্ট

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top