সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

জাতীয় শোক দিবস স্মরণে কবিতাঞ্জলি : ফারুক নওয়াজ


প্রকাশিত:
১১ আগস্ট ২০২১ ২০:৫৭

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৫:১৬

 

একঃ
বঙ্গবন্ধু তুমি তো আছোই

নিশিতে প্রভাতে দুপুরে বিকেলে
ধূসর গোধূলি-সাঁঝে..
তুমি আছো এই জাতির হৃদয়ে
বুকের প্রতিটি ভাঁজে।
তুমি আছো মায়া-মমতা জড়ানো
ভোরের বাতাসে মিশে...
বঙ্গবন্ধু, তুমি আছো রোজ দোয়েলের মধুশিসে।

প্রতি প্রত্যুষে যখন সূর্য আঁধার তাড়িয়ে হাসে
যখন দূরের ডাহুক-মেয়ের মায়াডাক ভেসে আসে
যখন সবুজ ঘাসের চাদরে শিশিরের ঝিকিমিকি...
বঙ্গবন্ধু, তখন তোমাকে খুঁজে পায় দেশ ঠিকই!

শারদনিশীথে যখন গোপনে শুভ্র শেফালি ফোটে
খোঁপাটিতে গেঁথে দোপাটি যখন
চাষির বালিকা ছোটে..
তিন্তিড়ি বনে যখন দুপুরে হাওয়া নাচে ঝিনিঝিনি
বঙ্গবন্ধু, তখন তোমাকে নতুন অহমে চিনি।

এই পতাকাতে সবুজে ও লালে, পাহাড়ের নির্ঝরে
ওই দূরবনে ছায়া-নির্জনে, নদীর কলস্বরে
টেকনাফ থেকে তেতুলিয়া হয়ে
গোটা দেশজুড়ে তুমি
বঙ্গবন্ধু, তুমি স্বাধীনতা, তুমিই স্বদেশভূমি!

রাতে ফোটা ফুল মাধবীলতার মেদুর গন্ধে তুমি...
দেশের কবিতা, লোকজ ছড়ার ছন্দে-ছন্দে তুমি...
শিল্পীর ছবি, কাহিনিকারের গল্পকথাতে তুমি...
শোক-সঙ্গীতে, লোকের মুখেতে কল্পকথাতে তুমি
নিশি-ঝিল্লির ঝিনিকে-ঝিনিকে
জোনাকি-আলোতে তুমি...
বীর বাঙালির শুভ-অন্তরে সকল ভালোতে তুমি!

বঙ্গবন্ধু, তুমি তো আছোই
আমাদের কাছাকাছি...
তুমি আছো বলে জগতে আমরা
মাথা তুলে বেঁচে আছি!

 

দুইঃ
তুমিই সত্য

তোমাকে পেয়েছি হাজার বছর প্রতীক্ষা করে-করে..
তোমাকে পেয়েছি আটচল্লিশে দাবির কণ্ঠস্বরে..
তোমাকে পেয়েছি বায়ান্নতেই, পেয়েছি বাষট্টিতে..
ছেষট্টিতেই ছয় দফা দিলে জাতিকে মুক্তি দিতে।
তোমাকে পেয়েছি ঊনসত্তরে-ঝনঝামুখর দিনে..
তুমি বাঙালির মুক্তির দূত শোষকেরা যায় চিনে।

সত্তরে তুমি জনতার রায়ে- বোঝালে তুমিই সেরা
তোমার বিজয়ে আক্রোশে কাঁপে ইয়াহিয়া-ভুট্টেরা।
বাঙালির হাতে তবু ইয়াহিয়া ক্ষমতা দিলো না ছেড়ে
সাতোই মার্চে তুমি নির্দেশ দিয়েছো আঙুল নেড়ে।
তুমি বলেছিলে, যার যা রয়েছে ঝাঁপিয়ে পড়ো তা নিয়ে
তোমার কথার প্রতিধ্বনি তুলে দেশ ওঠে গর্জিয়ে।

এলো মার্চের পঁচিশ তারিখ- এলো সেই কালোরাত
নাপাক পশুরা বাঙালি নিধনে মাতলো অকস্মাৎ।
হায়েনার দল তোমাকে বন্দি করলো সে কালো রাতে
সেই রাতে তুমি যুদ্ধ ঘোষণা পাঠালে চট্টলাতে।
তোমার আদেশ ইথারে ইথারে ভেসে যায় সারাদেশে
তোমার হুকুমে বাঙালি জাগলো মুক্তিযোদ্ধা বেশে।

তোমাকে পেয়েছি হাজার বছর প্রতীক্ষা করে-করে..
তুমিই স্বদেশ, তুমি স্বাধীনতা- তুমি কোটি অন্তরে।
তুমিই পতাকা, তুমিই জাতির অস্থি-মজ্জা, মূল;
বঙ্গবন্ধু তুমিই সত্য-- অবিনাশী নির্ভুল।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top