সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০

হাজং বিয়েতে ‘মানিক আংটি’ : সালেক খোকন


প্রকাশিত:
৯ নভেম্বর ২০২১ ২৩:৫৯

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০১:৪৫

 

হাজং সমাজে চার ধরনের বিয়ের প্রচলন রয়েছে, যেমন—স্বাভাবিক বিয়ে, হাঙা বিয়ে, দায়পড়া বিয়ে ও দাইমারা বা ডাঙো হান্দা বিয়ে। পারিবারের প্রধান নিজের ছেলে বা মেয়ে বিয়ের উপযুক্ত হলে পারিবারিক আলোচনাসাপেক্ষে বর ও কনেপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বিয়ের প্রস্তাব আদান-প্রদানের মাধ্যমে যে বিয়ে সম্পন্ন হয়, তাকে স্বাভাবিক বিয়ে বলে। বিয়ের কথা পাকাপাকি হলে মঙ্গলাচরণ করা হয়। একে হাজংরা বলে ‘গনসুয়া’। আবার সমাজে কোনা নারী-পুরুষের দ্বিতীয় বিয়েকে ‘হাঙা’ বলে। এ বিয়ে সাধারণত বিয়ের মতোই হয়ে থাকে। তবে সেখানে ধর্ম বাবা-মা থাকে না। একইভাবে স্বাভাবিক বিয়ের নিয়মের মতো ষোল ঘট ও ষোল মুচির প্রয়োজন পড়ে না। বর মাথায় মুকুট পরিধান, স্ত্রীর সিঁদুর, শঙ্খের চুড়ি পরিধান করার অধিকার নেই। এমনকি বিশেষ সামাজিক আচার-অনুষ্ঠানেও এ দম্পতির প্রবেশের অধিকার থাকে না।

হাজংদের দায়পড়া এক প্রকার প্রণয়ঘটিত বিয়ে। প্রেমিক-প্রেমিকা পরস্পরকে ভালোবেসে ঘর থেকে পালিয়ে এ বিয়ে করে। এ ধরনের বিয়েতে বিশেষ ব্যবস্থা মেনে নিয়ে প্রায়শ্চিত্ত, অর্থদণ্ড এবং ভোজের আয়োজন করতে হয়। মেয়ের বেলায় সিঁথিতে সিঁদুর ধারণ থেকে বিরত থাকতে হয়। আবার কোনো বিবাহিত পুরুষ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও কোনো মহিলাকে গোপনে ভালোবেসে থাকলে বা অন্তঃসত্ত্বা করে থাকলে, সেই মহিলা যদি ওই পুরুষের ঘরে আশ্রয় নেয়, তবে তাকে সামাজিক বিচারে দায় পড়া স্ত্রী হিসেবে মেনে নিতে হয়।

এ আদিবাসী সমাজে নারী যদি পুরুষ দ্বারা প্রতারিত হয়, তখন নারী বাধ্য হয়ে পুরুষের ঘরে আশ্রয় গ্রহণ করে। সে সময় সামাজিক বিচারের মাধ্যমে তাদের বাধ্যগত মিলন করে দেওয়া হয়। হাজংরা একে ‘দাইমারা’ বলে। আবার পুরুষ যদি নারী দ্বারা প্রতারিত হয়ে নারীর ঘরে গিয়ে আশ্রয় নেয় এবং বিচারের মাধ্যমে তাদের মিলন করা হয়। তখন এটাকে ডাঙো হান্দা বিয়ে বলে।

হাজং বিয়ের আনুষ্ঠানিকতার চারটি পর্ব বা ভাগ রয়েছে। এগুলো হলো—গোয়া খাওয়া, অধিবাস, বিয়া ও পাকপরশ বা জ্ঞাতি ভোজন।

পান-সুপারিকে হাজং ভাষায় গোয়া বলে। হাজং সমাজে ঘটক বা যাহুর ছাড়া কোনো বিয়ে হয় না। বিয়েতে উভয় পক্ষের মাঝে আলোচনা চূড়ান্ত হলে বরপক্ষ, ঘটক (যাহু) মারফত বাতাসা, পান-সুপারি, কনের জন্য লালপাড়ের সাদা শাড়ি, ব্লাউজ, পেটিকোট, শঙ্খের চুড়ি ও এক কৌটা সিঁদুর পাঠিয়ে দেয় কনের বাড়িতে, যা রাখা হয় কলাপাতায় মুড়িয়ে। এরপর ঘটক কনের মার কাছে বিয়ে বিষয়ে কিছু বলার থাকলে বলতে বলেন। তার কথা শেষ হলে ঘটকের অনুমতিক্রমে পানসুপারি ও বাতাসা গ্রহণ এবং কাপড়, চুড়ি ইত্যাদি পরিধান করে কনে বয়োজ্যেষ্ঠদের প্রণাম করে। তবে এ পর্বে কনে কোনোক্রমেই সিঁথিতে সিঁদুর পরতে পারে না। বিয়ের এ পর্বটিকে ‘গোয়া খাওয়া’ পর্ব বলে।

বিয়ের দ্বিতীয় পর্বটিকে হাজংরা বলে অধিবাস। হাজংদের বিয়ের কাজ সম্পন্ন করার অধিকার রাখে একমাত্র ধর্ম মা-বাবা ও আইড়ো। যা আগে থেকেই নির্ধারণ করতে হয়। সাধারণত পাঁচজন বা তিনজন সধবা মহিলা বিয়ের বিভিন্ন অনুষ্ঠানিকতা পালনে বর ও কনেকে নির্দেশ ও সহায়তা করে। এ আইড়ো ছাড়া হাজং বিয়ের কাজ কেউ সম্পন্ন করতে পারে না। অধিবাস পর্বের দিনে বাড়িতে ধর্ম মা-বাবা, অধিকারী, আইড়ো (পাঁচজন বা তিনজন সধবা মহিলা) গীতালু, পাচক ও গ্রামের মানুষদের পান-সুপারি দিয়ে বিয়ের দাওয়াত ও বিভিন্ন কাজের দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়। তখন তারা বিয়ের আনুষ্ঠানিকতার সকল প্রস্তুতি গ্রহণ করে।

হাজং বিয়ের মূল পর্বের আনুষ্ঠানিকতাকে বিয়া বলে। ওই দিন বর-কনেসহ ধর্ম মা-বাবাকে উপোস থাকতে হয়। সধবা মহিলারা বরের দুহাত, দুপাশে রাখার পর পাটকাঠি দিয়ে মেপে ওই মাপে চার কোনাকৃতির বিয়েকুঞ্জ নির্মাণ করে। কুঞ্জে চার কোনার গর্তে দুটি পান-সুপারি, তেল, সিঁদুর দিয়ে চার গর্তে চারটি কলাগাছ পুঁতে দেয় তারা। ঈশানকোণের কলাগাছটির নাম থাকে বামকলাগাছ, নৈঋকোণের কলাগাছটির নাম উলুমান কলা, বায়ুকোণের কলাগাছের নাম বৃক্ষণ কলা আর অগ্নিকোণের কলাগাছটির নাম বর্তমান কলা। অতঃপর সুতা দিয়ে কলাগাছগুলোকে সাত পাকে পেঁচানো হয়। কুঞ্জের ভেতরে আঁকা হয় আলপনা। পাশাপাশি ১৬টি ঘট ও মুছি স্থাপন করা হয়। ঘট ও মুছিগুলোরও পৃথক পৃথক নামকরণ করা থাকে। যেমন—সন্মুখে বৃন্দাপতি, তার বায়ে সুন্দরী, তার বায়ে সাম্যজয়া, তার বায়ে বড় রেখা, তার সনে বন্ধুপ্রিয়া, তার বায়ে চিত্ররেখা, তার সনে মধুরেখা, তার বায়ে সুভদ্রা, তার সনে হরপ্রিয়, তার বায়ে পদ্মাদেবী, তার সনে চম্পকলতা, তার বায়ে লজ্যারোমা, তার সনে বিদ্যাদেবী, তার বায়ে কন্দ্রভদ্র, তার সনে প্রিয় বলি এবং তার বায়ে বিশাখা।

বিয়ের এই পর্বে আইড়োরা নাপিত দিয়ে বর-কনে ও ধর্ম মা বাবার ক্ষৌরকর্ম সম্পন্ন করে নেয়। পরে উলুধ্বনি, বাদ্যি-বাজনা ও গীতালুদের গীত চলতে থাকে। বিয়ের বিভিন্ন পর্বে গীতালুরা ভিন্ন ভিন্ন গীত পরিবেশন করে। গীতলু গীত পর্বে পদ্মা-বেহুলা-লক্ষ্মীন্দর-চাঁদ-সাগরের কাহিনী আর গোপিনী গীত পর্বে রাধা-কৃষ্ণের প্রেমলীলার কাহিনী গাওয়া হয়। এ সময় বর-কনের গায়ে হলুদ ও শর্ষেতেল মর্দন করা হয়। অতঃপর নতুন ঘট ও কলমির ডাল ভেজানো জল দিয়ে বর-কনেকে বিয়ে কুঞ্জের চারদিক সাতবার ঘোরানো হয়। একে হাজংরা ‘করাল ঘুরা’ বলে। এরপর বর-কনের মালা বদল হয় এবং একে অপরকে আংটি পরিয়ে দেয়। এই আংটিকে ‘মানিক আংটি’ বলে। শেষে কনে বরের উদ্দেশে হাত তুলে প্রণাম করে ফুল দূর্বা ছিটিয়ে দেয়।

বরের পরিহিত চাদর ও কনের ওড়নাকে বলে ‘ঘটন কাপড়’। এ সময় বর কনের ঘটন কাপড়ে পান ও সুপারি বেঁধে দেওয়া হয়। এটি ‘লবণ গাঁথি’। এর পরপরই বর-কনের মাথায় মুকুট পরিয়ে দেয়। শেষে বর তার হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে কনের সিঁথিতে সিঁদুর পরায়।

হাজংদের বিয়ের আসরে বরের চাদর ও কনের শাড়ির আঁচল একত্রে গিট বেঁধে দেওয়া হয়। পরে পুরোহিত গোত্রের ব্রাহ্মণ দিয়ে মন্ত্র পরিয়ে চন্দ্র, সূর্য, রাধাকৃষ্ণ, ষোড়শ গোপিনী ও হোমাগ্নিকে সাক্ষী রেখে বিয়ের কাজ সমাপ্ত করেন।

অ-পুরোহিত গোত্রে কনের সহোদর ভাই, না থাকলে পিসাতো, কাকাতো ভাই কন্যা সম্প্রদান করে থাকে। ধর্ম মা-বাবা আশীর্বাদ দিয়ে বিয়ের কাজ সম্পন্ন করে। হাজং সমাজে ধর্ম মা-বাবা এ দাম্পত্য জীবনের ধারক-বাহক ও প্রধান সাক্ষী হিসেবে বিবেচিত হয়।

ছবি: সালেক খোকন

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top