সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১

সালেক খোকনের নতুন গ্রন্থ ১৯৭১: বিজয়ের গৌরবগাথা


প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২১ ০০:৫৬

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ২২:২৭

 

বিজয়ের ৫০ বছর পূর্তিতে কথাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে সালেক খোকনের নতুন গবেষণা গ্রন্থ ১৯৭১: বিজয়ের গৌরবগাথা।
মুক্তিযুদ্ধভিত্তিক এই গ্রন্থে জানা যাবে- ক্যামেরা ছিল কার একাত্তরের হাতিয়ার, কর্নেল তাহের আহত হন কীভাবে, ১৯৭৫ সালের ২৬ নভেম্বর কেন এবং কীভাবে রক্ত ঝরেছিল ভারতীয় হাইকমিশনে, একাত্তরে গেরিলাদের গ্রিন রোড অ্যাটাক ও অপারেশন জ্যাকপট কীভাবে পরিচালিত হয়, বঙ্গবন্ধু কাকে বলেছিলেন আলালের ঘরের দুলাল, হনুমান কোম্পানি কতটা দুর্ধর্ষ ছিল-এমন অজানা ইতিহাস। ১৯৭১ সালে এ দেশে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাভ‚ত করেছিলেন যাঁরা, এমন বিশজন মুক্তিযোদ্ধার গৌরবোজ্জ্বল বিজয়গাথা ও যুদ্ধদিনের নানামাত্রিক অভিজ্ঞতা নিয়ে রচিত হয়েছে সালেক খোকনের এ গ্রন্থটি।


১৯৭১: বিজয়ের গৌরবগাথ গ্রন্থটি নিয়ে কথাপ্রকাশের কর্ণধার জসিম উদ্দিন বলেন, সম্পতি যে কজন গুণী মানুষ একক প্রচেষ্টায় গবেষকের দৃষ্টিতে মুক্তিযুদ্ধ নিয়ে গ্রন্থ রচনার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তাঁদের মধ্যে সালেক খোকন উল্লেখযোগ্য। এই গ্রন্থে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলাপচারিতায় তিনি তুলে এনেছেন দেশের ও মানুষের প্রতি তাঁদের ভালোবাসা, পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ, যুদ্ধে তাঁদের ক্ষতি ও ক্ষত, বীরত্ব, পরবর্তী প্রজন্মের প্রতি তাঁদের আশাবাদ-এসব অনুষঙ্গ। ফলে মুক্তিযুদ্ধের নির্মোহ ইতিহাস বিনির্মাণে লেখকের যে অঙ্গীকার ও প্রয়াস অব্যাহত আছে, সেদিক থেকে এ গ্রন্থ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সংযোজন। এ গ্রন্থটি মুক্তিযুদ্ধের বস্তুনিষ্ঠ ইতিহাসের নতুন জানালা উন্মোচনে সহায়ক হবে বলে আমাদের বিশ^াস। এছাড়া ৯ মাসের যুদ্ধপর্ব এবং পরবর্তী কালখন্ডে সংঘটিত সেই উত্তাল বেদনাবিদ্ধ ঘটনারাশির ওপর আলোকবিচ্ছুরণ রয়েছে এই গ্রন্থে। যা যে কোনো বয়সী পাঠকের মনে উন্মেষ ঘটাবে দেশ ও মানুষের প্রতি প্রদীপ্ত অঙ্গীকার। বিজয়ের ৫০ বছর পূর্তিতে গ্রন্থটি প্রকাশ করতে পেরে আমরা গর্বিত।’
xছবিঃ সালেক খোকন

সালেক খোকন প্রায় এক যুগেরও অধিক সময় ধরে তৃণমূলে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা কাজে যুক্ত রয়েছেন। তাঁর রচিত যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক মৌলিক গবেষণাগ্রন্থ হিসেবে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক’ পুরস্কার অর্জন করে।
তার প্রকাশিত বইয়ের সংখ্যা ২৩টি। মুক্তিযুদ্ধবিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ-৭১-এর আকরগ্রন্থ (কথাপ্রকাশ); অপরাজেয় একাত্তর (পেন্সিল পাবলিকেশন্স);, ১৯৭১: রক্ত, মাটি ও বীরের গদ্য (কথাপ্রকাশ);, ১৯৭১: যাঁদের ত্যাগে এলো স্বাধীনতা (কথাপ্রকাশ);, ১৯৭১: রক্তমাখা যুদ্ধকথা (সময় প্রকাশন);, ১৯৭১: যাঁদের রক্তে সিক্ত এই মাটি (বেঙ্গল পাবলিকেশন্স);, যুদ্ধাহতের ভাষ্য (কথাপ্রকাশ);, রক্তে রাঙা একাত্তর (পাঞ্জেরী পাবলিকেশন্স)।
১৯৭১: বিজয়ের গৌরবগাথা গ্রন্থটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। গ্রন্থটির মলাট মূল্য ৪০০টাকা। পাওয়া যাবে সারা দেশের বই বিপনিগুলোতে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top