সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়া প্রবাসী লেখক মোঃ ইয়াকুব আলীর বই পরিচিতি


প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৫৭

আপডেট:
২৩ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৫৮

 

নদীর জীবন
প্রকাশকঃ প্ৰ প্রকাশনী, প্রচ্ছদঃ ব্রত রায়, মূল্যঃ ৫০০ টাকা
মানুষের জীবন আসলেই কি নদীর মতো। নদীর যেমন একুল ভাঙে অকুল গড়ে আবার কখনও চড়াই উৎরাই পার হতে হয়। মানুষের জীবনেও কি এমন ভাঙা গড়ার খেলা চলে নিত্য। মানুষের জীবনেও কি বাঁধা, প্রতিকূলতা অতিক্রম করতে হয়। নদী যেমন সকল প্রতিকূলতা অতিক্রম করে সাগরের মোহনায় গিয়ে মেশে মানুষও কি তেমন জীবনের শেষে মৃত্যুর দুয়ারে কড়া নাড়ে। নদীমাতৃক বাংলাদেশে মানুষের ভাগ্য কি আসলেই নদীর দ্বারা নিয়ন্ত্রিত। নদীর ধর্ম যেমন বয়ে চলা মানুষের জীবনের ধর্মও তেমনি থেমে না থাকা। ঔৎস্যুক মানুষ নিজের বয়েচলার পথেই একসময় আবিষ্কার করেছিলো দেশ, মহাদেশ। এখনও মানুষ বয়ে বেড়াচ্ছে সেই ধারা। এক দেশ থেকে অন্য দেশে থেমে নেই তাঁর পথচলা। এভাবেই মানুষের জীবন হয়ে ওঠে নদীর জীবন।


অস্ট্রেলিয়ার ডায়েরি
প্রকাশকঃ প্ৰ প্রকাশনী, প্রচ্ছদঃ ব্রত রায়, মূল্যঃ ৫০০ টাকা
মানুষ কেন নিজের জন্মভুমি ছেড়ে অন্যত্র পাড়ি জমায়? সে কি শুধু সামাজিক নিরাপত্তা আর স্বচ্ছল জীবনের আশায় না কি এর পেছনে আছে আবহমানকালধরে চলে আসা মানুষের যাযাবর স্বভাব? জন্মভ‚মি ছেড়ে গেলেই কি জন্মভ‚মির প্রতি ভালোবাসা কমে যায় বা দায়িত্ব শেষ হয়ে যায়? নাকি আরও বেড়ে যায়? প্রবাসে জন্ম নেয়া প্রজন্ম কি শেকড়ের সাথে তাঁর টান অনুভব করে? প্রবাসী প্রজন্মের কি কখনও মনে হয় দেশে ফিরে যাওয়া উচিৎ? জন্মভ‚মির ফেলে আসা শৈশব, কৈশোর, যৌবনের স্মৃতি কি তাদেরকে সবসময় তাড়া করে ফেরে? প্রবাস জীবনের যান্ত্রিকতায় হাঁপিয়ে উঠে তারা কি সেই স্মৃতির কাছেই নিজেকে সঁপে দেয়? প্রবাসের অজানা অচেনা মানুষেরাই বা তাদেরকে কিভাবে গ্রহণ করে? অস্ট্রেলিয়া প্রবাসী মো. ইয়াকুব আলী বাস্তব অভিজ্ঞতার আলোকে এমন সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন এই বইটিতে।


লেখক পরিচিতিঃ
অস্ট্রেলিয়া প্রবাসী লেখক মোঃ ইয়াকুব আলীর জন্ম পদ্মার পলি বিধৌত কুষ্টিয়া সদর উপজেলার অন্তর্গত হাটশহরিপুর ইউনিয়নের চরভবানীপুর গ্রামে। এরপর নদী ভাঙনের স্বীকার হয়ে শহরতলীর বাড়াদী গ্রামে বসবাস। পড়াশোনার প্রাথমিক পাঠ চরভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে এরপর একেএকে জগতি মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক, কুষ্টিয়া সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পুরোকৌশলে সম্মান। টেলিকম কোম্পানিতে কর্মজীবন শুরু করে বাংলাদেশ কর্ম কমিশন পরীক্ষা দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে যোগদান। বর্তমানে সপরিবারে প্রবাসী। স্ত্রী এবং এক কন্যা ও এক পুত্রকে নিয়ে বাস করছেন সিডনির দক্ষিণ পশ্চিমের সবার্ব মিন্টোতে। সব বিষয় নিয়ে লিখলেও প্রকৃতি এবং মানুষ লেখার প্রিয় বিষয়।
বই দুটো পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার ২ নং ঝুমঝুমি'র স্টলে। সোহরাওয়ার্দী উদ্যানে ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট সংলগ্ন গেট দিয়ে ঢুকলেই চোখে পড়ে ঝুমঝুমি প্রকাশন!



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top