সিডনী শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


আমিরাতে অবৈধদের বৈধ হবার সুযোগ


প্রকাশিত:
৩১ জুলাই ২০১৮ ০০:৫৬

আপডেট:
১৮ মে ২০২৪ ১৭:১৪

আমিরাতে অবৈধদের বৈধ হবার সুযোগ

সংযুক্ত আমিরাতে অবৈধভাবে বসবাসকারীদের বৈধ হবার সুযোগ দিতে দেশটির সরকার আগামী ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে।



 



গতকাল রোববার সংবাদ সম্মেলনে এমনটা জানান জেনারেল ডাইরেক্টরি অব রেসিডেন্সি ফর অফ্যায়ার দুবাই এর মেজর জেনারেল মোহাম্মদ আল মারি।



 



সংবাদ সম্মেলনে তিনি বলেন- অবৈধভাবে যারা সংযুক্ত আরব আমিরাতে অবস্থা করছে তাদের জন্য অ্যামেনেস্টি (রাজ ক্ষমা) হচ্ছে সরকারের পক্ষ থেকে একটি উপহার।



 



এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেনারেল ডাইরেক্টরি অব রেসিডেন্সি ফর অফ্যায়ার দুবাই এর মেজর জেনারেল মোহাম্মদ আল মারি ও ডাইরেক্টর জেনারেল অ্যাসিসটেন্ট অব ফলোআপ সেক্টর অব ভাইলো টারস রেসিডেন্সি ফর অ্যাফ্যায়ার্স দুবাই এর ব্রিগেডিয়ার জেনারেল খালাফ আল গাইত।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top