সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


কুয়েতে ফিরতে পারবেন অভিবাসীরা


প্রকাশিত:
২২ ফেব্রুয়ারি ২০২১ ২০:০১

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ২৩:৩৬

 

প্রভাত ফেরী: বাংলাদেশসহ ৩৫ টি নিষেধাজ্ঞা আরোপিত দেশের অভিবাসীরা ২১ ফেব্রুয়ারী ২০২১ থেকে কুয়েত ফিরতে পারবেন। কুয়েতের স্থানীয় গণমাধ্যম আরব টাইমসের বরাত দিয়ে কুয়েত সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এ কথা জানিয়েছেন।
কুয়েত সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ আরো জানিয়েছে যে, সকল কুয়েত ফেরৎ অভিবাসীদের কুয়েত মুসাফির অ্যাপসের মাধ্যমে ১৪ দিন নির্ধারিত ৪৩টি হোটেলের যেকোনো একটিতে হোটেলের বুকিং খরচ ও ২টি পিসিআর সনদের বিল পরিশোধ করতে হবে। 
এর আগে দুবাইসহ বিশ্বের যেকোনো ৩য় দেশে ১৪ দিন কোয়ারেন্টাইন পালন শেষে কুয়েত প্রবেশের অনুমতি ছিল।
কুয়েত সরকারের সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ ও ভুয়ষী প্রশংসা করেছেন কুয়েত প্রবাসী বাংলাদেশীরা।
তারা মনে করেন, এতে করে দেশে ছুটিতে আটকে পড়া অভিবাসীরা তাদের কর্মস্থলে ফিরে আসতে পারবেন। তাছাড়া অর্থনৈতিকভাবে বাড়বে দেশের রেমিট্যান্স প্রবাহ। কুয়েত সরকারের আইনের প্রতি শ্রদ্ধা রেখে সরকারের দেয়া নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে যেন প্রবাসীরা তাদের কর্মস্থলে ফিরতে পারেন এটাই তাদের কাম্য।
কুয়েতে প্রায় ৩ লাখেরও বেশী বাংলাদেশী রয়েছেন। এর মধ্যে প্র‍্যয় ১২ হাজার প্রবাসী ছুটিতে গিয়ে আটকা পড়েছেন, এদের অনেকেই আবার ৩য় দেশ হয়ে কুয়েত প্রবেশ করেছেন।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top