সিডনী বুধবার, ১৭ই এপ্রিল ২০২৪, ৩রা বৈশাখ ১৪৩১


মালয়েশিয়ায় টিকার জন্য কাগজপত্রবিহীন অভিবাসীদের দরকার দূতাবাসের প্রমাণপত্র


প্রকাশিত:
৫ জুন ২০২১ ২০:১৯

আপডেট:
৫ জুন ২০২১ ২০:৩১

 

প্রভাত ফেরী: স্থানীয় সময় বৃহস্পতিবার (০৩ জুন) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজা জাইনুদিন সেলাঙ্গর প্রদেশের পেনজারা বেরানাং স্যাটেলাইট প্রিজন এবং ইমিগ্রেশন ডিপো পরিদর্শনের পর স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মালয়েশিয়ায় বসবাসরত কাগজপত্রবিহীন অবৈধ অভিবাসীদের টিকা নিতে স্ব স্ব দূতাবাসের কাছ থেকে সংগ্রহ করতে হবে প্রমাণপত্র। যা দিয়ে দেশটিতে টিকা কার্যক্রমে অংশগ্রহণ করে টিকা নেওয়ার আওতায় আসতে পারবে অবৈধ অভিবাসীরা।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, লকডাউনের মধ্যে যেসব অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে, তাদের সবাইকে টিকা গ্রহণে সহায়তা করতেই এই অভিযান পরিচলনা করা হয়েছে। তবে যাদেরকে আটক করা হয়েছে, তাদের কাছে পরিচয়পত্র না থাকলে টিকার আওতায় আনা সম্ভব হবে না। 
এছাড়া বর্তমানে যে সব অবৈধ অভিবাসী বিভিন্ন নিয়োগকর্তার মাধ্যমে নিবন্ধিত হয়েছেন, তারা চাইলে তাদের নিয়োগকর্তার মাধ্যমে টিকা নিতে পারবেন।
এছাড়া দেশটিতে নথিবিহীন যে সব অবৈধ অভিবাসী রয়েছেন, যাদের অভিবাসন বিভাগে কোন প্রকার তথ্য নেই, স্ব স্ব দূতাবাস থেকে পরিচয়পত্র সংগ্রহের মাধ্যমে তারা টিকার আওতায় আসতে পারবেন।
এদিকে দেশটিতে টিকা সংগ্রহকালে অবৈধ অভিবাসীদের আটক করা হবে কিনা; সে বিষয়ে এখনো আলোচনা চলছে।
মালয়েশিয়ায় শুক্রবার (০৪ জুন) দুপুর পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন সাত হাজার ৭৪৮ জন এবং মৃত্যু হয়েছে ৮৬ জনের।
সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৩ হাজার ১২২ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ৩ হাজার ১৮২ জন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫ লাখ ১৫ হাজার ৫৭১ জন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top