সিডনী বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১


চলমান সংকটে প্রবাসীদের সমস্যা সমাধানের দাবি


প্রকাশিত:
১৪ জুন ২০২১ ২০:৪৯

আপডেট:
১৮ এপ্রিল ২০২৪ ১৪:৪৩

 

প্রভাত ফেরী: স্থানীয় সময় শনিবার (১২ জুন) রাত ১০টায় বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার নিয়মিত ভার্চুয়াল আয়োজন ‘প্রবাসীদের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা হয়। এতে নেতারা, চলমান সংকটময় সময়ে প্রবাসীদের সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।

বক্তারা বলেন, মহামারির সময় প্রবাসীদের যে সমস্যাগুলো সামনে এসেছে, সেগুলো চিহ্নিত করে তাদের ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিতে সরকারের কাছে আমরা প্রবাসীদের হয়ে দাবি রাখতে পারি। পাশাপাশি যেসব দেশের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে, দ্রুত ফ্লাইট চলাচলের সংকট উওরণে কূটনৈতিক তৎপরতা জোরদার করার দাবিও জানান তারা।

এছাড়া করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে দেশে ছুটিতে থাকা কর্মীদের ফিরিয়ে নেয়ার সুযোগ তৈরি হবে। সেজন্য ছুটিতে এসে আটকা পড়া প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা প্রদান করলে তাদের জন্য কাজে ফেরা সহজ হবে বলে মতামত দেন বক্তারা।

আলোচনায় অংশ নেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী, এটিএন বাংলার কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর কেরামত উল্লাহ বিপ্লব, ব্র্যাকের মাইগ্রেশন প্রধান শরিফুল হাসান।

প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে যুক্ত ছিলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের স্টাফ করেসপন্ডেন্ট মীর মোহাম্মদ জসীম, কানাডার ইমিগ্রেশন নিউজ ২৪-এর সম্পাদক উজ্জ্বল দাস, অনুপম নিউজ ২৪ ইউকে’র সম্পাদক ও প্রকাশক মুহিব উদ্দিন চৌধুরী, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সিনিয়র সহ-সভাপতি আহমাদুল কবির, রেড লাইভ নিউজের সম্পাদক তাহমিনা বারী রিনি, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং তথ্য ও গবেষণা সম্পাদক এবং কালের কলম পত্রিকার সম্পাদক ও প্রকাশক আরিফুল ইসলাম।

উল্লেখ্য, মালয়েশিয়ায় গত বছরের মার্চ মাস থেকেই করোনাভাইরাস নিয়ন্ত্রণে লকডাউনসহ বিভিন্ন কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকার। তারই ধারাবাহিকতায় অনেকেই ছুটিতে গিয়ে আর কর্মস্থলে ফিরে আসতে পারেননি। অন্যদিকে ছুটিতে থাকা প্রবাসীরা জানেন না- কবে তারা কর্মস্থলে ফিরতে পারবেন। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আবারও দেশটিতে সবাই প্রবেশ করতে পারবেন বলে ধারণা প্রবাসীদের।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top