সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


আমিরাতে তাপদাহ থেকে নিরাপদ রাখতে মধ্যাহ্ন বিরতি আইন কার্যকর


প্রকাশিত:
১৭ জুন ২০২১ ২০:৩৯

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ০৭:০২

 

প্রভাত ফেরী: সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও অতিরিক্ত তাপদাহ থেকে নিরাপদ রাখতে তিন মাসের জন্য মধ্যাহ্ন বিরতি আইন কার্যকর হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) এ আইন চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

এ আইনের আওতায় দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত (বিশেষ জরুরি কাজ ছাড়া) বাইরে কাজ করা নিষেধ করা হয়েছে।

দেশটিতে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও প্রচণ্ড গরম আর তাপদাহ থেকে শ্রমিকদের নিরাপদে রাখতে প্রতিবছরের মতো এ বছরও মধ্যাহ্ন বিরতি আইন কার্যকর করা হয়েছে।

এদিকে মধ্যাহ্ন বিরতির এ নিয়মকে স্বাগত জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। এই আইন কার্যকরের ফলে দেশটিতে থাকা হাজার হাজার প্রবাসী শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এছাড়া মধ্যাহ্ন বিরতির এই আইন ভঙ্গকারী বা অমান্যকারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা কম্পানির বিরুদ্ধে বিভিন্ন অঙ্কের জরিমানাসহ নানা বিধান রাখা হয়েছে। এই আইন একবার অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতি শ্রমিকের কাজ করার জন্য পাঁচ হাজার দিরহাম থেকে ৫০ হাজার দিরহাম পর্যন্ত তাৎক্ষণিক জরিমানার বিধান রাখা হয়েছে।

উল্লেখ্য, আমিরাতে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রচণ্ড গরম পড়ে এবং তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকে। স্কুল-কলেজ জুলাই-আগস্ট বন্ধ থাকে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top