সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


আগামী সপ্তাহে প্রবাসীদের করোনা টিকার নিবন্ধন


প্রকাশিত:
২৪ জুন ২০২১ ২০:৫০

আপডেট:
২৪ জুন ২০২১ ২১:০৩

 

প্রভাত ফেরী: আগামী সপ্তাহে নিবন্ধন শুরু হতে পারে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

তিনি আরও জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্র না থাকলে পাসপোর্ট ও বিএমইটি স্মার্টকার্ড বা কল্যাণ বোর্ডের সদস্য কার্ড দিয়ে করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য সুরক্ষা অ্যাপসে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৪ জুন) সৌদি আরবগামী প্রবাসীদের হোটেল কোয়ারেন্টিনের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রবাসীদের করোনার ভ্যাকসিনের নিবন্ধন কার্যক্রম সম্পর্কে বলা হয়, নিবন্ধনের অ্যাপস বা ওয়েবসাইট আপডেট হলে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে অনলাইনে উল্লেখিত তথ্যসহ নিবন্ধন করতে হবে।

এছাড়া টিকা দেওয়া ও নিবন্ধনের জন্য কাউওকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসতে হবে না বলে ও জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top