সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বাড়ি ফেরা হচ্ছে না মালয়েশিয়া প্রবাসীদের


প্রকাশিত:
২৬ জুলাই ২০২১ ২৩:১০

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ২২:১২

 

প্রভাত ফেরী: মালয়েশিয়া থেকে দেশে ফিরতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে বাড়ি ফেরা হচ্ছে না অনেক প্রবাসীদের। ৭ থেকে ৮ ঘণ্টা আগে বিমান বন্দরে গেলেও সারতে পারছেন না ইমিগ্রেশনের প্রক্রিয়া।

শত শত প্রবাসী বিমান বন্দরেই বসে থাকতে হচ্ছে। এমন অবস্থায় ইমিগ্রেশনের ভিড় এড়াতে কেএল আইএ-১, কেএল আই এ-২ তে বসানো হবে আরও ২০টি কাউন্টার। এমনটি জানিয়েছেন ইমিগ্রেশন মহা-পরিচালক দাতুক খায়রুল দাযায়মি দাউদ। অতিরিক্ত বিশেষ কাউন্টার থেকে একসঙ্গে ৮৫০ থেকে ১ হাজার লোকের সেবা নেওয়ার মতো জায়গা হবে বলে আশা করছেন ইমিগ্রেশন মহা-পরিচালক।

দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের স্বদেশ প্রত্যাবর্তনে চলমান রিক্যালিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে ইমিগ্রেশনের অনুমতি ছাড়াই নিজ দেশে ফিরতে এ উদ্যোগ নেয় দেশটির ইমিগ্রেশন বিভাগ। ৫ জুলাই থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) তিনটি স্টেশনে ২৪ ঘণ্টা ই-কাউন্টারগুলো পরিচালিত হয়ে আসছিলো। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের (এসটিও) মাধ্যমে ফ্লাইটের সময়কালের কমপক্ষে ছয় ঘণ্টা আগে অনুমতি ছাড়াই অভিবাসীরা কাউন্টার ছাড়ার কথা থাকলেও অধিক ভিড়ে ন্যুজ প্রবাসীরা। কেউ বা বিমানে চড়ে দেশে আসতে পারছেন আবার কেউবা ইমিগ্রেশনের ভিড়ে থেকেই গেছেন। বিমান ছাড়া আর হচ্ছে না। বন্দরের ফ্লোরেই বসে রয়েছেন। আবার বসে থাকার মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।

ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ বলেছেন, দীর্ঘকাল অপেক্ষা করার পর অনুমতি ছাড়াই অভিবাসীদের স্বদেশ প্রত্যাবর্তনে সুযোগ করে দেওয়া হয়েছে। এ সুযোগ দ্রুততম সেবা দানে মোট বিশটি কাউন্টার বসানো হবে। ৯৮ হাজার ১৯৪ জন দেশে যাওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন।

স্বদেশ প্রত্যাবর্তনে অভিবাসীদের প্রয়োজন স্ব স্ব দূতাবাস কর্তৃক অনুমোদিত বৈধ ভ্রমণের দলিল ও এয়ার টিকিট। এছাড়া ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা টাচ এন ই-এর মাধ্যমে ৫০০ রিঙ্গিত জমা দিতে হবে। লাগবে করোনার আরটি-পিসিআর পরীক্ষার স্লিপ।

এদিকে যাদের পাসপোর্ট নেই এমন প্রবাসীরা ৫ জুলাই থেকে এ পর্যন্ত দূতাবাস থেকে ট্রাভেল পাস নিয়েছেন প্রায় দুই শ’ জন। এছাড়া কাগজপত্র যাচাই বাছাই করে জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট তিন হাজার ট্রাভেল পাস দূতাবাস থেকে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top