সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


যান্ত্রিক ত্রুটিতে বন্ধ পাসপোর্ট সেবা, চরম দুর্ভোগে প্রবাসীরা


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২১ ২১:৪৯

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৩:৪৯

 

প্রভাত ফেরী: প্রবাসীরা চরম দুর্ভোগে রয়েছে ঢাকায় পাসপোর্ট অধিদফতরের সার্ভারের যান্ত্রিক ত্রুটির কারণে। এতে দেশে দেশে প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবা বন্ধ রয়েছে।  মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, এমআরপি সার্ভারে কারিগরি ত্রুটির কারণে পাসপোর্টের সরবরাহ বন্ধ রয়েছে।

জানা যায়, জুনের শুরুতে এমআরপি সার্ভারের তিন কোটি পাসপোর্টের সীমা ছাড়িয়ে যাওয়ায়, পাসপোর্ট কর্তৃপক্ষ গত চার সপ্তাহে কোনো পাসপোর্ট ছাপাতে পারেনি।

কুয়েতের বাংলাদেশ দূতাবাস ১১ আগস্ট এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশিদের নির্ধারিত সময়ে পাসপোর্ট ডেলিভারি দেয়া যাচ্ছে না। সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় দূতাবাসের পাসপোর্ট প্রস্তুত কার্যক্রম বন্ধ রয়েছে।

সিঙ্গাপুরে থাকা বাংলাদেশ দূতাবাস ৩০ জুলাই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে টেকনিক্যাল সমস্যা থাকার কারণে ৮ জুনের পর যেসব পাসপোর্টের রি-ইস্যুর আবেদন করা হয়েছে, সেই পাসপোর্ট এখনও আসেনি। তাই, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করা হলো।

দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস গত ৬ আগস্ট এক বিজ্ঞপ্তিতে জানায় যে, পাসপোর্ট অধিদফতরের কারগরি সমস্যার কারণে নতুন পাসপোর্ট বিতরণ সম্ভব হচ্ছে না।

এ ঘটনা প্রবাসীরা বলছেন, সময়মত পাসপোর্ট না পাওয়ার কারণে অনেকেই কাজের অনুমোদন নবায়ন করতে আবেদন জমা দিতে পারছেন না। এমনকি তারা সংশ্লিষ্ট দেশের সাধারণ ক্ষমা পাওয়ার জন্যও আবেদনপত্র জমা দিতে পারছেন না। এতে দিশেহারা হয়ে পড়েছেন এসব প্রবাসীরা।

জানা গেছে, বাংলাদেশে এমআরপি পাসপোর্টের কাজ পেয়েছিল মালয়েশীয় প্রতিষ্ঠান আইরিস করপোরেশন। সেখানে তিন কোটি পাসপোর্টের চুক্তি ছিল। তবে সম্প্রতি সেই তিন কোটি আঙুলের ছাপ ছাড়িয়ে যাওয়ার পর নতুন করে আর পাসপোর্ট ছাপা যাচ্ছিল না।

সেই প্রেক্ষিতে সার্ভারের ত্রুটির কথা উল্লেখ করে কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, লেবানন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশের পাসপোর্ট সেবা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেয় সেখানে থাকা বাংলাদেশ দূতাবাস।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top