সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


বিমানবন্দরে পিসিআর টেস্ট করে আবুধাবি গেল ৫০ যাত্রী


প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২১ ১৮:০৯

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ২১:৩৭

 

প্রভাত ফেরী: এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমিরাতের উদ্দেশ্যে যায় ৫০ যাত্রী। সংযুক্ত আরব আমিরাতের শর্ত অনুযায়ি বিমানবন্দরে পিসিআর টেস্ট তাদের এই যাত্রা।

এর আগে বিমানবন্দরে এই যাত্রীদের করোনা পরীক্ষা করা হয়। ফ্লাইটের আগের ছয় ঘন্টার মধ্যে এই পরীক্ষা করা হয়। এছাড়া ফ্লাইটের ৪৮ ঘন্টার মধ্যে আরেক দফা করোনা পরীক্ষা করা হয় যাত্রীদের। দুটি রিপোর্ট নেগেটিভ হলে তারা আমিরাত যেতে পারছেন। এই যাত্রীরা সফলভাবে আবুধাবি পৌঁছালে এরপর নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে বেসামরিকবিমান চলাচল কর্তৃপক্ষ -বেবিচক।

এদিকে, বিমানবন্দরের ভিতরে পিসিআর ল্যাব বসানোর কার্যক্রম শুরু করেছে অনুমতি পাওয়া বেসরকারি প্রতিষ্ঠানগুলে। বুধবার বিকাল থেকেই মালামাল নিয়ে কাজ শুরু করে কয়েকটি প্রতিষ্ঠান । বিমানবন্দরের দ্বিতীয় তলায় যাত্রীদের নমুনা সংগ্রহ করা হবে এবং নিচ তলায় ছয় প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত জায়গায় স্থাপিত ল্যাবে তা পরীক্ষা করা হবে।

জায়গা বুঝে পাওয়া প্রতিষ্ঠানগুলো হল, স্টীমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড ঢাকা, সিএসবিএফ হেলথ সেন্টার, এ এম জেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক। জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল প্রা. লি. অনুমোদন পেলেও  তারা কাজ করছে না।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top