সিডনী মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৩রা বৈশাখ ১৪৩১


২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আমিরাতগামীদের করোনা পরীক্ষা


প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪৫

আপডেট:
১৬ এপ্রিল ২০২৪ ১৫:২৮

 

প্রভাত ফেরী: রবিবার ১০০ জনের পরীক্ষামূলক টেস্ট করা হয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মফিদুর রহমান। সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের করোনা ভাইরাস পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হবে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) থেকে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান এ কথা জানান। তিনি বলেন, বাংলাদেশিদের আমিরাত যেতে হলে যাত্রার ৪৮ ঘণ্টার মধ্যে একবার এবং ৬ ঘণ্টার মধ্যে বিমানবন্দরে আরেকবার পিসিআর টেস্ট করতে হবে। বন্ধুপ্রতীম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের এই শর্ত পূরণে বিমানবন্দরে পিসিআর ল্যাব বসানো হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে বিমানবন্দরের ভেতরে স্বাস্থ্য অধিদপ্তর আরটি-পিসিআর ল্যাবের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। এটি সফল হলে এবং নিরাপদ ঘোষণা করা হলে, তখন এয়ারলাইন্সগুলোকে ফ্লাইট শিডিউল দেয়ার জন্য বলা হবে।

এদিকে, যে ছয়টি বেসরকারি প্রতিষ্ঠানের এসওপি আমিরাতে পাঠানো হয়েছিল, তার অনুমোদন আজকে পাবার কথা রয়েছে । সেক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর বিমানবন্দর প্রস্তুত বলে ঘোষণা দিলে এবং মোট কতজন যাত্রীকে তারা পরীক্ষা করতে পারবে সেটা জানালে, এয়ারলাইন্সগুলোকে বিষয়টি জানিয়ে দেয়া হবে। দু-একদিনের মধ্যে ফ্লাইট শিডিউল ঘোষণা এবং প্রবাসীদের আমিরাত যাত্রা শুরু হবে বলে আশা করছেন বেবিচক চেয়ারম্যান।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত যেতে হলে, বিশ্বস্বাস্থ্য সংস্থা অনুমোদিত করোনা ভাইরাসের যে কোন টিকার পূর্ণ ডোজ নিতে হবে। বাংলাদেশের যাত্রীরা যেকোন টিকার দুই ডোজ নিলেই দেশটিতে যেতে পারবেন। দুই ডোজ টিকা নেয়ার অন্তত ১৪ দিন পর ভ্রমণ করতে হবে।

আমিরাতের পুরাতন রেসিডেন্স ভিসাধারীরা দেশটিতে প্রবেশ করতে অনুমতি নিতে হবে। তবে ভিজিটসহ অন্যান্য ভিসাধারীদের পূর্বানুমতি লাগবে না।

পূরাতন রেসিডেন্স ভিসাধারী বা সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা দুবাই এর ক্ষেত্রে এখন জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) এবং আবুধাবির জন্য ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপের (আইসিএ) পূর্বানুমতি নিয়ে প্রবেশ করতে পারবেন।

তবে কয়েক ধরনের ভিসাধারী যাত্রীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। যেমন নতুন জারি করা বাসস্থান বা কর্মসংস্থান ভিসা, স্বল্প অবস্থান বা দীর্ঘ স্থায়ী ভিসা, ভিজিট ভিসা বা আগমনের ভিসা (অন-অ্যারাইভাল)।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top