সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


দীর্ঘ অপেক্ষার পর আটকে পড়া প্রবাসীদের জন্য মালয়েশিয়ার সুখবর


প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২১ ২১:৫৩

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ২০:৩৯

 

প্রভাত ফেরী: বৃহস্পতিবার (২৮ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমে এক বিবৃতিতে প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল জাজায়মি দাউদ।

করোনা মহামারীর সময়ে বিধি নিষেধের কারণে যারা দেশে ছুটিতে গিয়ে আটকা পড়েছেন তাদের দীর্ঘ অপেক্ষার পর সু খবর দিয়েছে মালয়েশিয়ার সরকার। পহেলা নভেম্বর থেকে ইমিগ্রেশনের পূর্বানুমতি বা মাই ট্রাভেল পাস (এমটিপি) ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন।

যাদের ভিসার মেয়াদ আছে তারা কিছু শর্ত মেনে অনুমতি ছাড়াই দেশটিতে সরাসরি প্রবেশ করতে পারবেন। আর যাদের ভিসার মেয়াদ উর্ত্তীন হয়ে গেছে তারা মাই ট্রাভেল পাস এর মাধ্যমে আবেদন করে দেশটিতে প্রবেশ করতে পারবেন।

তিনি বলেন, বিদেশিরা মালয়েশিয়ায় প্রবেশ করতে হলে ডাবল ডোজ টিকা সম্পন্নের প্রমানপত্র, করোনা নেগেটিভ রিপোর্ট সহ প্রবেশের পর বিমানবন্দরে স্থাপিত কোয়ারেন্টাইন সেন্টারে ৭ দিন অবস্থান করতে হবে। এই ৭ দিন কোয়ারান্টাইন সেন্টারের খরচ অভিবাসী কর্মী অথবা তার নিয়োগকর্তা কর্তৃক বহন করতে হবে।

যেসমস্ত ক্যাটাগরির ভিসা বা পারমিটধারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে, কূটনীতিক ভিসাধারী, পিআর পাস, পেরোল পাস, রেসিডেন্ট পাস,স্থায়ী বাসিন্দা ও তাদের পোষ্য, দীর্ঘমেয়াদী পাস (স্বামী/স্ত্রী/সন্তান), সিনিয়র সিটিজেন পাস, পাস বালু, শিক্ষার্থী ভিসা, মাই সেকেন্ড হোম, বিদেশি গৃহকর্মী, রেসিডেন্ট পাস, দীর্ঘ মেয়াদী অস্থায়ী জব পাস (পিএলকেএস), গৃহপরিচারিকা, ট্যুরিস্ট।

এ দিকে ২০২০ সালের ১৮ ই মার্চ থেকে লকডাউন ঘোষণার পর এখন পর্যন্ত যে সমস্ত মালয়েশিয়া প্রবাসীরা ছুটিতে কিংবা জরুরী প্রয়োজনে নিজ দেশে গিয়েছিলেন দেশটির সরকারের বিধি নিষেধের কারণে আটকা পড়েছেন। কিছু দিন আগে তাদের সবাই কে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অনুমতির জন্য মাই ট্রাভেল পাস (এমটিপি) তে আবেদন করতে হতো।

কিন্তু এই প্রক্রিয়ায় প্রবাসীদের অনুমতি পাওয়া দুঃসাধ্য ব্যাপার। বছরের শেষ পর্যায়ে এসে করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় সরকার পর্যায়ক্রমে বিধি নিষেধ শিথিল করা শুরু করেছে। মালয়েশিয়া পূর্বের ন্যায় স্বাভাবিক ছন্দে ফিরতে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনার মাধ্যমে সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top