সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১


বাংলাদেশ থেকে নার্স নিচ্ছে কুয়েত


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২২ ০৩:১৬

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ০২:১৮

 

প্রভাত ফেরী: বাংলাদেশ থেকে প্রথমবারের মত নার্স নিচ্ছে কুয়েত। শুরুর দিকে ১৫শ’ ডিপ্লোমা ও বিএসসি নার্স নেবে দেশটি। বুধবার (৫ জানুয়ারি) রাতে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো: আশিকুজ্জামান এক ভিডিও বার্তায় এই তথ্য জানান।
তিনি বলেন, করোনার মধ্যেও কুয়েতে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হওয়াকে ইতিবাচক মনে করছেন তিনি। এরইমধ্যে কুয়েতের দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে এসে কর্মী বাছাই কার্যক্রমে অংশ নেন। সব ঠিকঠাক থাকলে মার্চের মধ্যে ১৫শ’ নার্স কুয়েতে যাওয়ার সুযোগ পাবে বলে জানান রাষ্ট্রদূত। তিনি আশা করেন, এই পর্যায়ে নার্স যাওয়ার প্রক্রিয়া সফল হলে পরবর্তিতে আরো চাহিদা পাওয়া যাবে।
রাষ্ট্রদূত বলেন, নতুন কর্মী নিয়োগের বিষয়ে খুব সতর্ক দূতাবাস। এজন্য তিনি নিজেই বিভিন্ন কোম্পানী পরিদর্শন করে কর্মীদের আবাসন ব্যবস্থাসহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করছেন।
ভিসা কেনার নামে কারো সাথে লেনদেন করার আগে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন রাষ্ট্রদূত। প্রয়োজনে লেনদেনের প্রমাণ রাখার কথা বলেন তিনি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top