সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


লিবিয়ায় আটক বাংলাদেশিদের ফেরাতে চেষ্টা করছে দূতাবাস


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২২ ০২:৫৭

আপডেট:
৩ মে ২০২৪ ১৬:২৫

 

প্রভাত ফেরী: লিবিয়ার আটক বাংলাদেশিদের দেশে ফেরাতে সর্বাত্মক চেষ্টা করছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। এজন্য লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অভিবাসন অধিদপ্তর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে গত সোমবার ও মঙ্গলবার লিবিয়ার ৫৫ নম্বর ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামানের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তারা।

এসময় রাষ্ট্রদূত রাষ্ট্রদূত আটক বাংলাদেশিদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাদের কল্যাণে দূতাবাসের পক্ষ থেকে নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জানান। দূতাবাসের প্রতিনিধি দলের পক্ষ থেকে ডিটেনশন সেন্টারটিতে আটক বাংলাদেশিদের নিবন্ধন করা হয়।

এছাড়া আটক বাংলাদেশিদের খাদ্য-পানীয় ও ওষুধপত্রসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ডিটেনশন সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত শামিম উজ জামান। এসময় তিনি লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদও জানান।

অপরদিকে লিবিয়ায় আটক বাংলাদেশিদের দেশে ফেরাতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) লিবিয়ার উপপরিচালক ক্লাউডিয়া নাতালি-এর সাথে বৈঠক করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান। বৈঠকে ডিটেশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে প্রত্যাবাসনে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং উভয়পক্ষ একযোগে কাজ করতে সম্মত হন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top