সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


আটক ১১৪ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরলেন


প্রকাশিত:
৬ মার্চ ২০২২ ০২:৫৩

আপডেট:
৩ মে ২০২৪ ১১:৫৮

 

প্রভাত ফেরী: লিবিয়ার পঞ্চান্ননম্বর ডিটেনশন সেন্টারে আটক ১১৪ বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহায়তায় দেশে পাঠানো হয়েছে।

বুধবার (২ মার্চ) বিকাল পৌনে ছয়টা মেতিগা বিমানবন্দর থেকে আইওএম এর ভাড়া করা লিবিয়ার বুরাক এয়ারের ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে ঢাকায় পৌঁছায় ফ্লাইটটি।

এসময় তাদের বিদায় জানান, রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান। ফ্লাইটটি যথাসময়ে পরিচালনা করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার অভিবাসন অধিদপ্তর ও মেতিগা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ এবং আইওএমকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।

তাবাসের পক্ষ থেকে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের পর আটক বাংলাদেশিদের ডিটেনশন সেন্টার থেকে মুক্ত করে বিশেষ নিরাপত্তায় ত্রিপলীতে আনা হয়। দূতাবাসের তত্ত্বাবধানে ও আইওএম এর সহযোগিতায় তাদের ত্রিপলীর কয়েকটি হোটেলে থাকা এবং চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করা হয়।

এরসাথে দেশে ফিরিয়ে আনার জন্য আইওএম এর কাছে পর্যায়ক্রমে তাদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করার পর, লিবিয়ার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সাথে বৈঠক করে তাদের বহির্গমন ভিসার জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়। আশা করা যায় বাকিদেরও দ্রুত সময়ের মধ্যে দেশে ফেরিয়ে আনা হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top