সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


সৌদি যেতে বাংলাদেশিদের লাগবে না করোনা পরীক্ষা


প্রকাশিত:
৮ মার্চ ২০২২ ০২:০৬

আপডেট:
৩ মে ২০২৪ ১৬:৩০

 

প্রভাত ফেরী: সৌদি আরবে করোনা সংক্রমণ কমে যাওয়ায় চলমান বিধিনিষেধ তুলে নিয়েছে দেশটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি এই তথ্য জানিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ি ৫ মার্চ সৌদি আরবে করোনা আক্রান্ত হয়েছে ২৮৫ জন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় বলা হয়েছে:

প্রথম: মক্কায় পবিত্র মসজিদুল হারাম, মদিনার মসজিদ-এ নববী ও অন্যান্য মসজিদে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা তুলে নেয়া হয়েছে। ফলে এখন থেকে স্বাভাবিক নিয়মেই নামায আদায় করতে পারবেন মুসল্লিরা। তবে মসজিদের ভিতরে মাস্ক পড়তে হবে।

দ্বিতীয়: সমস্ত খোলা এবং বন্ধ জায়গায় অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখার আগের নির্দেশনা তুলে নেয়া হয়েছে।

তৃতীয়: খোলা জায়গায় আর মাস্ক পরতে হবে না কিন্তু বন্ধ জায়গা অর্থাৎ মসজিদ, শপিংমল, সুপার মার্কেট, রেস্টুরেন্টে মাস্ক পড়তে হবে।

চতুর্থ: সৌদি আরবে যেতে এখন থেকে আর যাত্রীদের করোনা পরীক্ষা করা লাগবে না। তবে করোনার পূর্ণডোজ টিকা নেয়ার ১৪ দিন পর ভ্রমণ করতে পারবেন। অন্যদিকে, বাংলাদেশে আসতে করোনা পরীক্ষা বাধ্যতামূলকই রয়েছে। নতুন নির্দেশনার আগ পর্যন্ত সৌদি থেকে আসতে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সাথে থাকতে হবে।

পঞ্চম: ভিজিট ভিসায় সৌদি আগতদের দেশটিতে থাকার সময়কালে করোনাভাইরাস (কোভিড -১৯) সংক্রমিত হলে চিকিৎসার খরচ বহনের জন্য চিকিৎসা বীমা করার অনুরোধ করা হয়েছে।

ষষ্ঠ: সৌদিতে আগত যাত্রীদের করোনা প্রতিরোধে প্রাতিষ্ঠানিক এবং হোম কোয়ারেন্টিনে থাকতে হবে না।

সপ্তম: সরাসরি ফ্লাইট বন্ধ থাকা দেশগুলো থেকে এখন নিয়মিত যাতায়াত করা যাবে। দেশগুল হল: দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, লেসোথো, এসওয়াতিনি, মোজাম্বিক, মালাউই, মরিশাস, জাম্বিয়া, মাদাগাস্কার, অ্যাঙ্গোলা, সেশেলস, কোমোরোস, নাইজেরিয়া, ইথিওপিয়া এবং আফগানিস্তান।

সৌদি সরকার জাতীয় টিকাদান পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দিয়েছে, যার মধ্যে রয়েছে (তৃতীয়) বুস্টার ডোজ গ্রহণ। সৌদিতে অবস্থানকারিদের “তাওয়াক্কলনা” অ্যাপ্লিকেশনে স্বাস্থ্যের অবস্থা যাচাই করার পদ্ধতিতে গুরুত্ব দিচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top