সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


‘প্রবাসীদের জন্য দরকার ভিন্ন রঙের পাসপোর্ট’


প্রকাশিত:
১১ মার্চ ২০২২ ০২:৫৭

আপডেট:
৩ মে ২০২৪ ১১:৫৬

 

প্রভাত ফেরী: প্রবাসী কর্মীদের বিমানবন্দরে ভোগান্তি কমাতে ভিন্ন রঙের পাসপোর্ট করা দরকার বলে মন্তব্য করেছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র (বিএমইটি) মহাপরিচালক মো: শহীদুল আলম এনডিসি।

বুধবার (৯ মার্চ) বিএমইটি’র সম্মেলন কক্ষে ‘অভিবাসনের সুশাসন: উপায় ও উদ্ভাবন’ শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছন। এসময় তিনি বলেন, “দেশে ফিরে আসা কর্মীরা যাতে বিমানবন্দরে কোনো প্রকার ভোগান্তির শিকার না হন সে জন্য তাদের সম্মানার্থে ভিন্ন রঙের পাসপোর্ট করা উচিত। যাতে করে বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা খুব সহজেই প্রবাসী কর্মীদের চিনতে পারেন এবং বিমানবন্দর ত্যাগে সহযোগিতা করেন।”

এছাড়াও বিমানবন্দর কর্তৃপক্ষ, ইমিগগ্রেশন পুলিশ ও কাস্টমস কর্তৃপক্ষ এবং সিভিল এভিয়েশন বিভাগের সাথে সমন্বয় করে কাজ করতে পারলে দেশে আসা কর্মীদের বিমানবন্দরে কোনো প্রকার ঝামেলার শিকার হতে হবে না বলেও মন্তব্য করেন বিএমইটি মহাপরিচালক। তিনি বলেন, “প্রবাসীরা হলেন এসকল বিভাগের সেবা গ্রহীতা। সুতরাং সেবা গ্রহীতার প্রতি যদি একটু মানবিক আচরণ করা হয়, তাহলে বিদেশ থেকে কর্মীদের আসা ও যাওয়ার সময় কোনো কষ্ট পোহাতে হবে না। তারা নির্বিঘ্নে আসা-যাওয়া করতে পারবেন।”

এদিকে অনুষ্ঠানের শুরুতেই প্রবাসী কর্মীদের নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর বিদেশ গমনেচ্ছুক কর্মীদের সুবিধার্থে বিএমইটি’র কর্মপরিকল্পনা নিয়ে একটি উন্মুক্ত আলোচনা পর্বের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদেশে দক্ষ কর্মী প্ররণে প্রতিষ্ঠানটির দায়িত্ব ও কর্মপরিকল্পনা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি’র) অন্যান্য কর্মকর্তারা।

এসময় সেখানে উপস্থিত ছিলেন- মীর খায়রুল আলম (অতিরিক্ত মহাপরিচালক বিএমইটি), মো: জাকির হোসেন (উপসচিব বিএমইটি), মো: রেজওয়ানুল হক চৌধুরী (উপপরিচালক বিএমইটি), জোহরা মনসুর (উপপরিচালক বিএমইটি), সেলিনা আক্তার (সহকারী পরিচালক বিএমইটি), হালিমা বেগম (সহকারী পরিচালক বিএমইটি) ও প্রকৌশলী মোঃ সালাহ উদ্দিন (বিএমইটি)।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top