সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


পাকিস্তানের ডিগ্রী ভারতে স্বীকৃত নয়; মিলবে না চাকরি ও শিক্ষার সুযোগ


প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২২ ০১:২৭

আপডেট:
২৬ এপ্রিল ২০২২ ০১:২৯

 

ভারতীয় শিক্ষার্থীরা পাকিস্তানের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা বা গবেষণা করে এলে ভারতে সেই ডিগ্রি গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ও অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশন।

রোববার তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো ভারতীয় যদি পাকিস্তানে পড়াশোনা করেন তারা ভারতে ফিরলে কোনো চাকরির বৈধতা পাবেন না অথবা ভারতের কোনো শিক্ষা গ্রহণ করতে পারবেন না। শুক্রবার এ বিষয়ে এক নির্দেশনা জারি করা হয়েছে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এতে ভারতীয় নাগরিক এবং বিদেশে থাকা নাগরিকদের উদ্দেশে ওই সতর্কতা দেয়া হয়েছে।

টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে বলা হয়, অভিবাসী এবং তাদের সন্তানরা, যাদের পাকিস্তানের উচ্চ শিক্ষায় ডিগ্রি আছে এবং তাদেরকে ভারতে নাগরিকত্ব দেয়া হয়েছে, তারা ভারতে চাকরির সুযোগ পাবেন। তবে এক্ষেত্রে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ক্লিয়ারেন্স থাকতে হবে। এর আগে পাকিস্তান শাসিত কাশ্মীরের শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও একই রকম এডভাইজরি দিয়েছিল ভারত সরকার।

উচ্চ শিক্ষার জন্য ভারতীয় সেব শিক্ষার্থী পাকিস্তানে যান, তাদের বেশির ভাগই ভারত শাসিত জম্মু-কাশ্মীরের। জম্মু-কাশ্মীরকে কেন্দ্র করে ১৯৪৭ সাল থেকে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সংঘাতময় অবস্থা বিরাজ করছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ওই অঞ্চলটি প্রধানত দুটি ভাগে ভাগ হয়ে আছে। এক অংশের নিয়ন্ত্রণ করছে ভারত। অন্য অংশ পাকিস্তান। তবে উভয়েই পুরো জম্মু-কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে আসছে। কাশ্মীরের সামান্য অংশ নিয়ন্ত্রণ করছে আবার চীন। ভারত ও পাকিস্তান ১৯৪৭ সালে ভাগ হওয়ার পর তারা তিনটি যুদ্ধ করেছে। ১৯৪৮, ১৯৬৫ এবং ১৯৭১ সালে। এর মধ্যে দুটি যুদ্ধ হয়েছে কাশ্মীরকে কেন্দ্র করে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top