সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


বিধি-নিষেধ শিথিল

আরও বেশি বিদেশি ভ্রমণকারীর জন্য দ্বার খুলে দিয়েছে নিউজিল্যান্ড


প্রকাশিত:
৬ মে ২০২২ ০০:৪৬

আপডেট:
৬ মে ২০২২ ০১:০০

 

করোনা মহামারির কারণে দুই বছরেরও বেশি সময় সীমান্ত বন্ধ রাখার পর নিউজিল্যান্ড আরো বেশি-বিদেশি ভ্রমণকারীর জন্য দ্বার আবার খুলে দিয়েছে। বহু বিদেশি সোমবার অকল্যান্ড বিমানবন্দরে এসে পৌঁছে। অনেকের ক্ষেত্রে পরিবার এবং বন্ধুদের সঙ্গে আবেগপূর্ণ পুনর্মিলন হয়েছে।

টিকা নেওয়া এবং কভিড নেগেটিভ হলে ৬০টিরও বেশি দেশের লোকেরা এখন নিউজিল্যান্ডে প্রবেশ করতে পারবে।
নিজ দেশের নাগরিকদের মার্চ মাস থেকে দেশের বাইরে যাওয়া ও আসা চালু হয়। আর প্রতিবেশি অস্ট্রেলীয়দের এপ্রিল থেকে দেশটিতে প্রবেশ করতে দেওয়া হয়েছে।
মার্কিন নাগরিক ডেভিড বেনসন বলেন, তিনি তার সঙ্গীর সঙ্গে থাকার জন্য সিনসিনাটি থেকে এসেছিলেন। তিনি ভিসার জন্য আবেদন করে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে অপেক্ষা করছিলেন।

ডেভিড বেনসন বিবিসিকে বলেন, অবশেষে আজ এখানে এসেছি। আমি কখনোই এই দেশের ছয় হাজার মাইলের মধ্যেও আসিনি। এটাই এখানে প্রথমবার আসা। মনে হচ্ছে নিজের বাড়িতে এসেছি। আমার কখনোই এত ভালো লাগেনি। ’

গত ৩০ বছর ধরে নিউজিল্যান্ডে বসবাস করা ব্রিটিশ গার্থ হ্যালিডে বলেন, তিনি ও তার স্ত্রী তাদের ছেলে, পুত্রবধূ এবং দেড় বছর বয়সী নাতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top