সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


স্পেনের মেলিলা ছিটমহলে অনুপ্রবেশকালে ১৮ অভিবাসীর মৃত্যু


প্রকাশিত:
২৭ জুন ২০২২ ১৮:৫২

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১৩:৪৫

 

মরক্কোর সরকারি কর্মকর্তারা বলেছেন, উত্তর আফ্রিকায় স্পেনের ছিটমহল মেলিলায় বিশালসংখ্যক জনতা অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে ১৮ অভিবাসী মারা গেছে। এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছে।

মরক্কোর কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বহু মানুষ একসঙ্গে প্রবেশের চেষ্টা করলে এসব হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন সীমান্তবেড়ার ওপর থেকে পড়ে মারা গেছেন।

স্থানীয় সময় শুক্রবার সকালে এ ঘটনার পর বেশ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা ও অভিবাসীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে মার্চে স্পেন ও মরক্কো কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করার পর এবার প্রথমবার অভিবাসীদের বড়সংখ্যক অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে। স্পেন পশ্চিম সাহারার বিতর্কিত অঞ্চলের জন্য মরক্কোর স্বায়ত্তশাসন পরিকল্পনাকে সমর্থন করার পর সম্পর্ক নরম হতে শুরু করে।

এদিকে স্পেনের কর্মকর্তারা বলছেন, বেড়া কেটে কয়েক শ অভিবাসী ছিটমহলে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তাদের বেশির ভাগকেই ঠেলে ফেরত পাঠায় নিরাপত্তা বাহিনী। তবে শতাধিক ব্যক্তি প্রবেশ করতে সক্ষম হয়েছে। তাদের অভ্যর্থনাকেন্দ্রে রাখা হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top