সিডনী শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


ইতালিতে নৌকাডুবি, ৪১ অভিবাসীর মৃত্যু


প্রকাশিত:
১০ আগস্ট ২০২৩ ২১:৪৩

আপডেট:
১৮ মে ২০২৪ ১৪:৪০


ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে একটি নৌকাডুবির ঘটনায় ৪১ অভিবাসীর মৃত্যু হয়েছে। সেখান থেকে বেঁচে ফেরা মানুষ স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। উদ্ধার হওয়া চারজনের একটি দল উদ্ধারকারীদের জানায়, তারা একটি নৌকায় ছিল, যেটি তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা করেছিল। নৌকাটি ইতালি যাওয়ার পথে ডুবে যায়।


বেঁচে ফেরা যাত্রীরা জানায়, ওই নৌকায় তিনটি শিশুও ছিল। গত সপ্তাহের বৃহস্পতিবার ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই ডুবে যায় নৌকাটি। একটি কার্গো জাহাজ জীবিতদের উদ্ধার করে ইতালীয় উপকূলরক্ষী জাহাজে নিয়ে আসে। ইতালীয় উপকূলরক্ষীরা রবিবার ওই এলাকায় দুটি নৌকাডুবির কথা জানান।


তবে এই নৌকাটি সেগুলোর মধ্যে একটি কি না, তা স্পষ্ট নয়। তিউনিসিয়ার কর্তৃপক্ষ বলছে, ল্যাম্পেডুসা থেকে প্রায় ৮০ মাইল (১৩০ কিমি) দূরে অবস্থিত একটি বন্দর শহর স্ফ্যাক্স।
ইউরোপে নিরাপত্তা ও উন্নত জীবন খোঁজার অভিবাসীদের জন্য এটি একটি জনপ্রিয় রুট। উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার সময় চলতি বছরে এ পর্যন্ত এক হাজার ৮০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।


সম্প্রতি ইতালীয় টহল নৌকা এবং দাতব্য গোষ্ঠীগুলো ল্যাম্পেডুসায় আগত আরো দুই হাজার মানুষকে উদ্ধার করেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top