সিডনী শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


ভারত-কানাডা দ্বন্দ্ব: এবার ভ্রমণ সতর্কতা জারি উভয় দেশের


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৯

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫২


শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের রেশ না কাটতেই নিজের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে কানাডা ও ভারত। কানাডার প্রধানমন্ত্রী সে দেশের মাটিতে হরদীপ সিংয়ের হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকার গোয়েন্দা ইঙ্গিত রয়েছে—এ কথা বলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

গত মঙ্গলবার নাগরিকদের ভারত ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেয় কানাডা। এর পরদিন গতকাল বুধবার কানাডার বেশ কিছু অঞ্চলে ভ্রমণ এড়াতে ভারতীয়দের অনুরোধ করেছে নয়াদিল্লি।


কানাডা তার নাগরিকদের দেওয়া পরামর্শে বলেছে, বর্তমানে ভারতের কেন্দ্রীয় সরকারশাসিত জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ। সেখানে সহিংস বিক্ষোভ, অস্থিরতা, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের ঝুঁকি রয়েছে। নিরাপত্তা বাহিনীর ওপর চালানো সন্ত্রাসী হামলায় বেসামরিক লোকজন হতাহত হওয়ার ঘটনা ঘটেছে। যেকোনো সময় সেখানে আরো হামলা হতে পারে।

 

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও মণিপুর প্রসঙ্গে বলা হয়েছে, এই দুই রাজ্যে অনেক চরমপন্থী ও বিদ্রোহী গোষ্ঠী সক্রিয়। তারা নিয়মিত স্থানীয় সরকার ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করে।
অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সতর্কতায় বলেছে, রাজনৈতিক প্রশ্রয়ে চলমান ঘৃণামূলক ও সহিংস অপরাধের কারণে কানাডায় নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে ভারত উদ্বিগ্ন। তাই কানাডায় থাকা প্রবাসী ভারতীয় এবং কানাডা ভ্রমণে ইচ্ছুক ভারতীয়দের সতর্ক থাকতে হবে।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ক্রমবর্ধমান দেশবিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করা ভারতীয় কূটনীতিক ও ভারতীয় জনগোষ্ঠীর লোকজনকে লক্ষ্যবস্তু করার ঝুঁকি রয়েছে। তাই কানাডার যেসব অঞ্চলে এ ধরনের ঘটনা ঘটেছে, সেসব অঞ্চল এড়িয়ে চলতে হবে। এতে আরো বলা হয়, কানাডায় বাস করা ভারতীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে সেখানকার ভারতীয় হাইকমিশন ও কনসুলেট জেনারেল। এ ছাড়া কানাডায় ‘নিরাপত্তা পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতি’র কথা উল্লেখ করে ভারতীয় শিক্ষার্থীদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top