সিডনী শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


তুরস্ক থেকে কূটনীতিকদের সরিয়ে নিল ইসরাইল


প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২৩ ১৫:৩০

আপডেট:
১৮ মে ২০২৪ ১৭:৩৭


‘হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়, তারা স্বাধীনতাকামী। আর ইসরাইল হলো অবৈধ দখলদার, তারা যুদ্ধাপরাধীর মত আচরণ করছে।’ প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের এমন মন্তব্যের জেরে তুরস্ক থেকে নিজ কূটনীতিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল।

শনিবার গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ইস্তাম্বুলের র্যালিতে বক্তব্য দেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। সে সময় তিনি বলেন, গাজায় ইসরাইলি ‘হত্যাযজ্ঞের নেপথ্যে রয়েছে পশ্চিমা দেশগুলো। ইসরাইল গত ২২ দিন ধরে সবার চোখের সামনে ‘যুদ্ধাপরাধ’ করে যাচ্ছে। কিন্তু পশ্চিমা নেতাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়ায়ে দেখা যাচ্ছে না। এমনকি, তারা ইসরাইলকে যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য জোরও দিচ্ছে না।’

এরদোগান আরও বলেন, অবশ্যই, সব দেশেরই আত্মরক্ষার অধিকার রয়েছে। কিন্তু আত্মরক্ষার নামে ইসরাইল ফিলিস্তিনিদের নির্মূল করতে চাইছে। এখানে ন্যায়বিচার কোথায়?

এরদোগানের বক্তব্য শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরাইলি কূটনীতিকদের দেশে ফিরে আসার নির্দেশ দেন। কোহেন জানান, তুরস্কের গুরুতর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তেল-আবিব-আঙ্কারার মধ্যে সম্পর্কের পুনর্মূল্যায়ন করতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, বিশ্বে ইসরাইলের সেনাবাহিনীই সবচেয়ে বেশি নীতিবান।

গত ৭ অক্টোবর গাজা থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অতর্কিত হামলার জবাব দিতে ওই দিনই গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল, যা এখনো চলছে ও বিস্তারলাভ করছে।

তিন সপ্তাহ ধরে গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরাইল। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে শিশুর সংখ্যা প্রায় ৩ হাজার। আর আহত ১৭ হাজারের বেশি মানুষ

এরই মধ্যে স্থল অভিযান শুরু করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামাসের অনেক টানেল ধ্বংস করার দাবিও করেছে তারা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top