সিডনী মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


৯৯ বছর বয়সে মার্কিন নাগরিকত্ব পেলেন ভারতীয় নারী


প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৪ ১৫:০৫

আপডেট:
৩০ এপ্রিল ২০২৪ ০১:১০


বয়স কেবলই সংখ্যা। কথাটি আবারও প্রমাণ করলেন এক ভারতীয় নারী। তিনি ৯৯ বছর বয়সে এসে পেলেন মার্কিন নাগরিকত্ব। ওই নারীর নাম দাইবাই। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) তার নাগরিকত্ব পাওয়ার কথা ঘোষণা করে তাকে একজন ‘প্রাণবন্ত’ ব্যক্তি হিসেবে বর্ণনা করেছে।

ইউএসসিআইএস এক্স-এ একটি পোস্টে বলেছে,‘ লোকে বলে বয়স কেবল একটি সংখ্যা। কথাটি এই প্রাণবন্ত 99 বছর বয়সী নারীর ক্ষেত্রে সত্য হলো। ওরল্যান্ডের এই বাসিন্দা মার্কিন নাগরিকত্ব পেয়েছেন। তিনি একজন ভারতীয়। তাকে অভিনন্দন।’

ইউএসসিআইএস এই মুহূর্তের একটি ছবিও শেয়ার করেছে। ছবিতে তাকে হাতে নাগরিকত্বের শংসাপত্র নিয়ে হুইল চেয়ারে বসে থাকতে দেখা গেছে। এছাড়াও ছবিতে তার মেয়ে ও শপথ পাঠ করানো অফিসারও রয়েছেন।


ইউএসসিআইএস মূলত অভিবাসী ভিসা পিটিশন, ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশান, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশান ও গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে থাকে। সংস্থাটি অ-অভিবাসী অস্থায়ী কর্মীদের জন্য পিটিশন পরিচালনা করে যেমন এইচ-১বি ভিসা।

তবে দাইবাইয়ের নাগরিকত্ব পাওয়ার পর অনেকে প্রক্রিয়ার সমালোচনাও করেছেন। কেউ কেউ বলেছেন, নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে এত সময় কেনো লাগলো।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top