ইতালির রোমে জরুরি সভা
প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৪ ০৬:২৯
আপডেট:
৩ ডিসেম্বর ২০২৪ ০৯:০০
ইতালির রোমে চাঁদপুর জেলা সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) প্রেনেসতিনার একটি বারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি নাছির উদ্দীন মানিক। সভায় সাবেক এবং বর্তমান কমিটির বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
উপস্থিত সদস্যরা চাঁদপুর জেলা সমিতির নানান বিষয় নিয়ে আলোচনা করেন। এরমধ্যে একটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এতে বলা হয়, চাঁদপুর জেলা সমিতি নিয়ে কেউ কেউ অপপ্রচার চালাচ্ছেন। এ থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন- খাজা আহমেদ, মোয়াজ্জেম হোসেন মিয়াজী, সাজ্জাদ হোসাইন, রেজাউল করিম লিটন, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম, রিংকু পাল, খায়রুল আলম, শেখ সাদি প্রমুখ।
চাঁদপুর জেলা সমিতির ইতিহাস তুলে ধরে মোয়াজ্জেম হোসেন মিয়াজী বলেন, ২০১০ সালে চাঁদপুর জেলাবাসীর সর্বসম্মতিক্রমে সুন্দর একটি কমিটি গঠন করা হয়। ভ্রাতৃত্বের বন্ধনে সংগঠন এগিয়ে যাচ্ছে।
মোশাররফ হোসেন বলেন, আমরা একসঙ্গে পথ চলতে চাই।
কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন বলেন, সংগঠনকে এগিয়ে নিতে হলে সবাইকে একে-অপরের প্রতি আন্তরিক হতে হবে। নতুন কিছু করার চিন্তা থাকলে সবাইকে একই ছাতার নিচে আসার কোনো বিকল্প নেই।
আপনার মূল্যবান মতামত দিন: