সিডনী শুক্রবার, ১৭ই জানুয়ারী ২০২৫, ৪ঠা মাঘ ১৪৩১


ইতালীয় ৩ হাজারের বেশি ভুয়া আবেদনে বাধা, হতাশ প্রবাসীরা


প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২৪ ১১:৪৭

আপডেট:
১৭ জানুয়ারী ২০২৫ ১১:২৪

অনিয়মিত অভিবাসন ও মানবপাচার নিয়ন্ত্রণে বেশ কঠোর অবস্থানে রয়েছে ইতালি। ইতালিতে বিভিন্ন পেশায় কর্মী আনার নাম দিয়ে অভিবাসী পাচারে জড়িত চক্রগুলোর মাধ্যমে আসা তিন হাজার ৩৩৯টি আবেদন আটকে দিয়েছে।

দেশটির পুলিশ বিভাগ ২৮ নভেম্বর, বৃহস্পতিবার জানিয়েছে, অভিবাসী পাচারে জড়িতদের বিরুদ্ধে তাদের তদন্ত চলমান আছে। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে বিভিন্ন ব্যক্তিদের কর্মী সাজিয়ে মানবপাচারের সঙ্গে যুক্ত এই চক্রগুলো। তদন্তের ধারাবাহিকতায় তিন হাজারের বেশি ভুয়া আবেদন আটকে দেওয়া হয়েছে।

ক্যারাবিনিয়ারি এবং গার্দিয়া দি ফিনানজা এক যৌথ বিবৃতিতে আরও জানিয়েছে, কৃষি, নির্মাণ এবং পরিচর্যা খাতে শূন্য পদ পূরণে কর্মী আনতে তিন হাজার ৩৩৯টি আবেদন জমা দিয়েছে ইতালির ১৪২টি কোম্পানি। এই আবেদনগুলোর মাধ্যমে কর্মী সাজিয়ে মানবপাচার করাই ছিল তাদের উদ্দেশ্য।

কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে স্থানীয় ও সংঘবদ্ধ অপরাধ চক্র। তদন্তকারী কর্মকর্তারা এ বছরের জুলাইয়ে সেখানে অভিযান চালিয়ে নগদ ১০ লাখ ইউরোর বেশি অর্থ উদ্ধার করেছিল। ধারণা করা হচ্ছে, এই অর্থ অভিবাসী পাচার কাজে ব্যবহারের জন্যই রাখা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইতালির ২৯টি প্রদেশকে নতুন করে কর্মী নিয়োগের অনুমতি না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আর যেসব আবেদন মঞ্জুর করা হয়েছে সেগুলো বাতিল করারও পরামর্শ দিয়েছে পুলিশ বিভাগ।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top