সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


করোনা রোগী সংখ্যা ২৫ হাজার ছাড়াল, মৃত বেড়ে ৩৭০ জন


প্রকাশিত:
২০ মে ২০২০ ১৯:৩৮

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৯:৪২

ফাইল ছবি

 

প্রভাত ফেরী: ৮ হাজার ৪৪৯টি নমুনা পরীক্ষা করে আরও ১ হাজার ২৫১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২৫ হাজার ১২১ জন হয়েছে। সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে এই সময়ে সুস্থ হয়েছে ৪০৮ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৪ হাজার ৯৯৩ জন সুস্থ হয়ে উঠেছে। এক দিনে আরও ২১ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭০ জন। মঙ্গলবার নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, মারা যাওয়াদের মধ্যে ঢাকা মহানগরীর বাসিন্দা সাতজন। এ ছাড়া দুজন মহানগরীর বাইরে ঢাকা জেলার, দুজন নারায়ণগঞ্জের, একজন নরসিংদীর, একজন চট্টগ্রামের, দুজন কুমিল্লার, দুজন গাজীপুরের, একজন চাঁদপুরের, একজন শেরপুরের, একজন বাগেরহাটের, একজন ঝালকাঠির বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে দুজনের বয়স ছিল সত্তরের বেশি। এ ছাড়া চাজনের বয়স ছিল ৬১-৭০ বছরের মধ্যে, পাঁচজনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, পাঁচজনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, দুজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, দুজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে এবং একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে। হাসপাতালে মারা গেছেন ১৩ জন, বাসায় তিনজন আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে পাঁচজনকে।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত এক দিনে দেশের ৪২টি ল্যাবে ৮ হাজার ৪৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময়ে নতুন করে ৩২৬ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ৬১৬ জন। তিনি জানান, বর্তমান করোনাভাইরাস চিকিৎসা সেবা দেওয়া হাসপাতালগুলোয় মোট আইসিইউ রয়েছে ৩৯৯টি আর ডায়ালাইসিস ইউনিট রয়েছে ১০৬টি। হটলাইনে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিচ্ছেন ৪ হাজার ১৮৩ জন চিকিৎসক। ২৪ ঘণ্টায় হটলাইনে টেলিফোন এসেছে ২ লাখ ১৬ হাজার ৩৫৭ জনের। করোনার ঝুঁকি এড়াতে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বর্তমানে বিশে^ করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৪৮ লাখ ১৭ হাজার ১০৫ জন। তাদের মধ্যে ৩ লাখ ১৮ হাজার ৭৭৫ জনের মৃত্যু হয়েছে। বিশে^র মোট ১৮৮টি দেশ বা অঞ্চলে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে।


বিষয়: করোনা


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top