সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


আনিসুল হত্যায় জড়িতদের কাউকে ছাড়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত:
১১ নভেম্বর ২০২০ ২৩:০৬

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৮:২৬

 

প্রভাত ফেরী: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি করা হয়েছে স্বাভাবিক নিয়মেই। তার বদলির নেপথ্যে অন্য কোনো কারণ নেই। আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারওয়ার আলম একজন সরকারি কর্মকর্তা। আজকে এখানে যেমন, আমার পিআরও সাহেব (জনসংযোগ কর্মকর্তা) এখানে আছেন, কালকে উনি অন্যখানে চলে যেতে পারেন- এটিই নিয়ম। ম্যাজিস্ট্রেট সাহেব কেন?... হয়তো অনেক দিন ধরে এখানে (র‌্যাব) ছিলেন। তিনি হয়তো আরো ভালো জায়গায় যাবেন, আরো ভালো করার জন্য অন্য জায়গায় বদলি হবেন। এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে বদলি করা হয়েছে।

পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিমের হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিচার করা হবে। তারা কিভাবে এই হাসপাতাল চালাচ্ছিল আমি শুনেছি, এখনো নিশ্চিত নই; এই হাসপাতালের অনুমোদন যথাযোগ্য কর্তৃপক্ষের কাছ থেকে নেয়নি। সব কিছু তদন্তের পরেই আমরা কথা বলতে পারব।

তিনি বলেন, হাসপাতাল অনুমোদিত না হলে আইনে কী হয় তা আপনারা জানেন। অননুমোদিত হাসপাতাল যেগুলো, আইন-শৃঙ্খলা বাহিনী সেগুলো শনাক্ত করে ধরার চেষ্টা করছে এবং তা এখনো অব্যাহত আছে।

তিনি বলেন, আমাদের কাছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে নির্দেশনাটা আসছে- সেটা হলো যখন জানতে পারবে অননুমোদিত হাসপাতাল সম্পর্কে। তাৎক্ষণিক স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে এই অভিযানগুলো চালানোর কথা। এ ধরনের হাসপাতাল শনাক্ত হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন যোগ্য প্রতিনিধি নিয়ে অভিযান চালাবে- এমন একটা নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের কাছে পাঠিয়েছে বলেও জানান তিনি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top