সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


কঠোর নির্দেশনার পরেও যুক্তরাজ্য থেকে ফিরেছেন ১৩৯৪ প্রবাসী  


প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৪৬

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০২:১০

 

প্রভাত ফেরী: কোয়ারেন্টাইনে থাকার বাধ্যতামূলক কঠোর নির্দেশনা সত্ত্বেও গত ১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্য়ন্ত যুক্তরাজ্য থেকে এক হাজার ৩৯৪ জন প্রবাসী দেশে ফিরেছেন। তাদের কেউ ১৫দিন, কেউ সাতদিন আবার কেউবা চারদিন কোয়ারেন্টাইনে থেকে বাসায় ফিরেছেন। শুরুর দিকে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হলেও পরবর্তীতে তাদের নিজ খরচে সরকার নির্ধারিত ১৭টি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে থাকার সুযোগ দেয়া হয়।

এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় (৫ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৬ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত) বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩০টি ফ্লাইটে পাঁচ হাজার ৬৪৭ জন যাত্রী বাংলাদেশে এসেছেন। তাদের মধ্যে পাঁচটি ফ্লাইটে যুক্তরাজ্যফেরত নতুন ৪১ জনকে সাতদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অবশিষ্ট পাঁচ হাজার ৬০৬ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত চিকিৎসক ডা. পাবন ধর এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় দুবাই থেকে আগত ইকে-৫৮২ ফ্লাইটের দুইজন, দোহা থেকে আগত কিউআর-৬৪০ ফ্লাইটের নয়জন, ইস্তাম্বুল থেকে আগত টিকে-৭১২ ফ্লাইটের ২৭জন, আবুধাবি থেকে আগত ইওয়াই-২৪০ ফ্লাইটে একজন, দুবাই থেকে আগত এফজেড ৫৮৩ ফ্লাইটের দুইজনসহ মোট ৪১জনকে আশকোনা হজক্যাম্পে পাঠানো হয়। পরে তাদের পছন্দ মাফিক সরকার নির্ধারিত আবাসিক হোটেলে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।’

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top