সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


পবিত্র শবে মেরাজের দিন নির্ধারণ হবে আজ


প্রকাশিত:
১২ ফেব্রুয়ারি ২০২১ ২০:৩৯

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ২০:৫০

 

প্রভাত ফেরী: আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পবিত্র শবে মেরাজ কবে হবে তা জানা যাবে। পাশাপশি জানা যাবে ১৪৪২ হিজরি সনের পবিত্র রজব মাসের নতুন চাঁদ কবে উঠবে।
নতুন চাঁদ দেখা ও শবে মেরাজের তারিখ নির্ধারণে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ও৯৫৫৫৯৫১।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top